জ্যোতির নতুন খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৪
নতুন সিনেমার শুটিং শুরু করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবি: নূর
জ্যোতিকা জ্যোতি। ছোটপর্দার জনপ্রিয় এ মুখ এখন বড়পর্দাতেও সরব। শুধু দেশের নয়, কাজ করছেন বিদেশের মাটিতেও। ওপার বাংলার রাজলক্ষ্মীর রেশ কাটতে না কাটতেই আবারও শুরু করলেন নতুন ছবি।
তবে ওপার বাংলায় নয়, একদম বাংলাদেশি ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেনও সে খবর।
জ্যোতি সোমবার ফেসবুকে লেখেন, “আরেকটি যাত্রা শুরু। আজ থেকে শুটিং শুরু করলাম নতুন সিনেমার। অনিবার্য কারণে এর বেশি কিছু বলা বারণ। সময়মতো সব হাজির করা হবে।”
চাইলেন শুভ কামনাও। এ প্রসঙ্গে জানতে জ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, “এখনই কিছু বলতে পারছি না। পরিচালকের নিষেধ আছে। তবে দেশীয় ছবি। এর বাইরে আর কিছু বলতে চাই না।”
জ্যোতি আরও জানান, সোমবার সকাল থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ঢাকা ও ঢাকার বাইরে হবে দৃশ্যায়ন।
২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে আগমন ঘটে জ্যোতির। ময়মনসিংহের গৌরিপুরের এই মেধাবী মুখ ২০০৫ সালে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন। ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবন ঢুলি’ তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫৪
জ্যোতিকা জ্যোতি। ছোটপর্দার জনপ্রিয় এ মুখ এখন বড়পর্দাতেও সরব। শুধু দেশের নয়, কাজ করছেন বিদেশের মাটিতেও। ওপার বাংলার রাজলক্ষ্মীর রেশ কাটতে না কাটতেই আবারও শুরু করলেন নতুন ছবি।
তবে ওপার বাংলায় নয়, একদম বাংলাদেশি ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানালেনও সে খবর।
জ্যোতি সোমবার ফেসবুকে লেখেন, “আরেকটি যাত্রা শুরু। আজ থেকে শুটিং শুরু করলাম নতুন সিনেমার। অনিবার্য কারণে এর বেশি কিছু বলা বারণ। সময়মতো সব হাজির করা হবে।”
চাইলেন শুভ কামনাও। এ প্রসঙ্গে জানতে জ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, “এখনই কিছু বলতে পারছি না। পরিচালকের নিষেধ আছে। তবে দেশীয় ছবি। এর বাইরে আর কিছু বলতে চাই না।”
জ্যোতি আরও জানান, সোমবার সকাল থেকে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ঢাকা ও ঢাকার বাইরে হবে দৃশ্যায়ন।
২০০৪ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে শোবিজে আগমন ঘটে জ্যোতির। ময়মনসিংহের গৌরিপুরের এই মেধাবী মুখ ২০০৫ সালে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন। ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবন ঢুলি’ তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র।