প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় রিয়াজ-ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৮
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। বুধবার সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। ওই সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় দুই তারকা।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আজ ও আগামীকাল আমরা উনার সঙ্গে বেশকিছু কর্মসূচিতে অংশ নেব।”
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর মিটিংয়ে অংশ নেবেন। করবেন পথসভাও।
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আলোচনায় আসেন ফেরদৌস ও রিয়াজ। ওই সময় গুঞ্জন উঠে, তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ। বুধবার সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। ওই সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় দুই তারকা।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছি। আজ ও আগামীকাল আমরা উনার সঙ্গে বেশকিছু কর্মসূচিতে অংশ নেব।”
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর মিটিংয়ে অংশ নেবেন। করবেন পথসভাও।
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে আলোচনায় আসেন ফেরদৌস ও রিয়াজ। ওই সময় গুঞ্জন উঠে, তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
শেয়ার করুন