আয়রন ম্যানের উদ্ধারে এগিয়ে এলো নাসা
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪০
আয়রন ম্যান চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়র। ছবি: মার্ভেল স্টুডিও
‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ সিনেমার ট্রেইলারে দেখা যায় মহাকাশে হারিয়ে গেছে আয়রন ম্যান ওরফে টনি স্টর্ক। প্রিয় সুপারহিরোকে উদ্ধার করতে মার্ভেল কমিকসের ভক্তরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা কর্তৃপক্ষের সাহায্য চান। সেই আবেদনে সাড়া দিয়েছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।
শুক্রবার ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিনেমাটির ট্রেইলার মুক্তি পায়। সেখানে দেখা যায় সুপার হিরোরা দুর্দর্শার মধ্যে রয়েছে। আয়রন ম্যান আটকে পড়েছে মহাকাশে। এর পর থেকে সুপার হিরোদের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
নাসার টুইটে রোববার বলা হয়, তারা টনি স্টর্কের বিপদ সম্পর্কে জেনেছেন। প্রথমেই অ্যাভেঞ্জার্স টিমকে আয়রন ম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে হবে। এতে ব্যর্থ হলে নাসা নিজেদের পুরো সামর্থ্য নিয়ে আকাশে খুঁজবে।
সিনেমাটির দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারের শুরুতে দেখা যায়, অডিও বার্তা রেকর্ড করছে আয়রন ম্যান। সহকর্মীর উদ্দেশ্যে বলছে, “মিস পটস, তোমার কাছে যদি এই রেকর্ডিং পৌঁছে থাকে, দুঃখ পেও না, আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম, তা শেষের পথে। চারদিন আগেই পানি-খাবার সব ফুরিয়ে গেছে, আগামীকাল সকালের মধ্যে অক্সিজেনও ফুরিয়ে যাবে। তাই আমি তোমায় বলে যেতে চাই- আমি যখন থাকব না, তখনও শুধু তোমাকেই, তোমার কথাই ভাবব।”
এদিকে ভক্তদের পাশাপাশি নাসার বার্তাটি রিটুইট করে কৃতজ্ঞতা জানানো হয়েছে মার্ভেল স্টুডিও’র পক্ষ থেকে।
‘এন্ড গেম’কে ধরা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি ও জো রুশো। আয়রন ম্যান চরিত্রে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। সঙ্গে আছেন ক্রিস হেমসওয়র্থ, ক্রিস ইভান্স, মার্ক রুফেলো, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, ক্রিস প্র্যাটসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালের ২৬ এপ্রিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪০

‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ সিনেমার ট্রেইলারে দেখা যায় মহাকাশে হারিয়ে গেছে আয়রন ম্যান ওরফে টনি স্টর্ক। প্রিয় সুপারহিরোকে উদ্ধার করতে মার্ভেল কমিকসের ভক্তরা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসা কর্তৃপক্ষের সাহায্য চান। সেই আবেদনে সাড়া দিয়েছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি।
শুক্রবার ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের সিনেমাটির ট্রেইলার মুক্তি পায়। সেখানে দেখা যায় সুপার হিরোরা দুর্দর্শার মধ্যে রয়েছে। আয়রন ম্যান আটকে পড়েছে মহাকাশে। এর পর থেকে সুপার হিরোদের ভাগ্য নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
নাসার টুইটে রোববার বলা হয়, তারা টনি স্টর্কের বিপদ সম্পর্কে জেনেছেন। প্রথমেই অ্যাভেঞ্জার্স টিমকে আয়রন ম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে হবে। এতে ব্যর্থ হলে নাসা নিজেদের পুরো সামর্থ্য নিয়ে আকাশে খুঁজবে।
সিনেমাটির দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারের শুরুতে দেখা যায়, অডিও বার্তা রেকর্ড করছে আয়রন ম্যান। সহকর্মীর উদ্দেশ্যে বলছে, “মিস পটস, তোমার কাছে যদি এই রেকর্ডিং পৌঁছে থাকে, দুঃখ পেও না, আমরা যে যুদ্ধ শুরু করেছিলাম, তা শেষের পথে। চারদিন আগেই পানি-খাবার সব ফুরিয়ে গেছে, আগামীকাল সকালের মধ্যে অক্সিজেনও ফুরিয়ে যাবে। তাই আমি তোমায় বলে যেতে চাই- আমি যখন থাকব না, তখনও শুধু তোমাকেই, তোমার কথাই ভাবব।”
এদিকে ভক্তদের পাশাপাশি নাসার বার্তাটি রিটুইট করে কৃতজ্ঞতা জানানো হয়েছে মার্ভেল স্টুডিও’র পক্ষ থেকে।
‘এন্ড গেম’কে ধরা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি ও জো রুশো। আয়রন ম্যান চরিত্রে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। সঙ্গে আছেন ক্রিস হেমসওয়র্থ, ক্রিস ইভান্স, মার্ক রুফেলো, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, ক্রিস প্র্যাটসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালের ২৬ এপ্রিল।