রজনীকান্তের জন্মদিনে নতুন ছবির টিজার
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৮
‘পেটা’ চলচ্চিত্রে রজনীকান্ত। ছবি: সান পিকচার্স
সাই-ফাই সিনেমা ‘২.০’ দিয়ে বক্স অফিসে ভালোই জমিয়েছেন রজনীকান্ত। একের পর এক রেকর্ড ছুঁয়ে যাচ্ছে। এ নায়কের ৬৮তম জন্মদিন উপলক্ষে বুধবার প্রকাশ হলো নতুন সিনেমা ‘পেটা’র টিজার।
অ্যাকশনধর্মী তামিল সিনেমাটিতে দুই অবতারে দেখা যাবে রজনীকে। এক লুকে থাকছে স্টাইলিশ গোঁফ, অন্যটিতে দাড়িও রয়েছে।
সিনেমাটি ১৯৯০ এর দশকের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে ভক্তদের। এমনটা জানালেন দক্ষিণ ভারতের সুপারস্টার।
‘পেটা’র মাধ্যমে প্রথমবারের মতো কার্তিক সুবারাজের পরিচালনায় অভিনয় করলেন রজনীকান্ত।
সিনেমার অডিও প্রকাশনার সময় এ নায়ক বলেন, “কার্তিকের গল্প বলার ধরন একদম আলাদা। আমার খাঁটি ভক্তের মতো পরিচালনা করেছে সে। ১৯৯০ এর দশকে যে ধরনের ছবি হতো সেই রকম বিনোদনে ফিরিয়ে নিয়ে যাবে ‘পেটা’। চার দশক আগে যে ধরনের অভিনয় করতাম, কার্তিক আমার কাছ থেকে তা বের করে নিয়েছে।”
গুঞ্জন রয়েছে ‘পেটা’য় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত, যার রয়েছে সহিংস অতীত।
এ সিনেমায় সুঙ্গার সিং চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর এ প্রথমবার দক্ষিণ ভারতীয় সিনেমায় আলোচিত বলিউড তারকাকে দেখা যাবে।
পোঙ্গল উৎসব উপলক্ষে ২০১৯ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেটা’। রজনীর সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, তৃষা, সিমরান, মেঘা আকাশ, মলবিকা মোহন ও শশী কুমার।
নিচের লিংক থেকে টিজারটি দেখুন :
https://www.youtube.com/watch?time_continue=92&v=bbMLUadeMnA
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১৬:১৮

সাই-ফাই সিনেমা ‘২.০’ দিয়ে বক্স অফিসে ভালোই জমিয়েছেন রজনীকান্ত। একের পর এক রেকর্ড ছুঁয়ে যাচ্ছে। এ নায়কের ৬৮তম জন্মদিন উপলক্ষে বুধবার প্রকাশ হলো নতুন সিনেমা ‘পেটা’র টিজার।
অ্যাকশনধর্মী তামিল সিনেমাটিতে দুই অবতারে দেখা যাবে রজনীকে। এক লুকে থাকছে স্টাইলিশ গোঁফ, অন্যটিতে দাড়িও রয়েছে।
সিনেমাটি ১৯৯০ এর দশকের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে ভক্তদের। এমনটা জানালেন দক্ষিণ ভারতের সুপারস্টার।
‘পেটা’র মাধ্যমে প্রথমবারের মতো কার্তিক সুবারাজের পরিচালনায় অভিনয় করলেন রজনীকান্ত।
সিনেমার অডিও প্রকাশনার সময় এ নায়ক বলেন, “কার্তিকের গল্প বলার ধরন একদম আলাদা। আমার খাঁটি ভক্তের মতো পরিচালনা করেছে সে। ১৯৯০ এর দশকে যে ধরনের ছবি হতো সেই রকম বিনোদনে ফিরিয়ে নিয়ে যাবে ‘পেটা’। চার দশক আগে যে ধরনের অভিনয় করতাম, কার্তিক আমার কাছ থেকে তা বের করে নিয়েছে।”
গুঞ্জন রয়েছে ‘পেটা’য় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত, যার রয়েছে সহিংস অতীত।
এ সিনেমায় সুঙ্গার সিং চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর এ প্রথমবার দক্ষিণ ভারতীয় সিনেমায় আলোচিত বলিউড তারকাকে দেখা যাবে।
পোঙ্গল উৎসব উপলক্ষে ২০১৯ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেটা’। রজনীর সঙ্গে আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, তৃষা, সিমরান, মেঘা আকাশ, মলবিকা মোহন ও শশী কুমার।
নিচের লিংক থেকে টিজারটি দেখুন : https://www.youtube.com/watch?time_continue=92&v=bbMLUadeMnA