হুমায়ূন শাওনের বিয়েবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২২:২৭
১২ ডিসেম্বর দিনটি মেহের আফরোজ শাওনের জন্য বিশেষ। ২০০৪ সালের এ দিনে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শাওন। একসময় এই দিনটি বিশেষভাবে পালিত হলেও বেশ কয়েক বছর ধরে দিনটি পালনে খুব একটা তাগদা নেই এই অভিনেত্রী ও গায়িকার। কারণ ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে চলে যান হুমায়ূন আহমেদ।
২০১৮ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখটি যখন ক্যালেন্ডার থেকে বিদায় নিতে শুরু করেছে ঠিক সেই কুয়াশাঘেরা রাতে শাওনের কাছে জানতে চাওয়া হয় দিনটি নিয়ে। আজও কি কোন আয়োজন ছিল? এমন কোন কথা! যা ভেবে নিজের অজান্তে হেসেছেন বা কেঁদেছেন। শাওন সেসবের কিছু বললেন না, শুধু বললেন, 'দিনটি আমার কাছে একান্তই ব্যক্তিগত। এ নিয়ে কিছু বলতে চাই না।'
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২২:২৭

১২ ডিসেম্বর দিনটি মেহের আফরোজ শাওনের জন্য বিশেষ। ২০০৪ সালের এ দিনে প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শাওন। একসময় এই দিনটি বিশেষভাবে পালিত হলেও বেশ কয়েক বছর ধরে দিনটি পালনে খুব একটা তাগদা নেই এই অভিনেত্রী ও গায়িকার। কারণ ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে চলে যান হুমায়ূন আহমেদ। ২০১৮ সালের ডিসেম্বর মাসের ১২ তারিখটি যখন ক্যালেন্ডার থেকে বিদায় নিতে শুরু করেছে ঠিক সেই কুয়াশাঘেরা রাতে শাওনের কাছে জানতে চাওয়া হয় দিনটি নিয়ে। আজও কি কোন আয়োজন ছিল? এমন কোন কথা! যা ভেবে নিজের অজান্তে হেসেছেন বা কেঁদেছেন। শাওন সেসবের কিছু বললেন না, শুধু বললেন, 'দিনটি আমার কাছে একান্তই ব্যক্তিগত। এ নিয়ে কিছু বলতে চাই না।'
শেয়ার করুন