জেরিন খানের গাড়ির ধাক্কায় যুবক নিহত
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৯
বলিউড তারকা জেরিন খান। ছবি: ফেসবুক থেকে
আলোচিত ‘হেট স্টোরি থ্রি’ সিনেমার নায়িকা জেরিন খানের গাড়ির সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটে বুধবার উত্তর গোয়ার আঞ্জুনা এলাকায়।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, গোয়ার মপাসার বাসিন্দা ওই ব্যক্তির নাম নীতিশ গোরাল। বয়স ৩১ বছর। জেরিন খানের গাড়ির সঙ্গে তার বাইকের ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় গাড়িতে ছিলেন জেরিন খান ও চালক আলী আব্বাস। এ প্রসঙ্গে নায়িকা জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হঠাৎ তাদের গাড়িতে ধাক্কা মারেন। ডিভাইডারে ছিটকে পড়ে বাইক। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান নীতিশ।
হেলমেট না পরার জন্য তার মাথায় গুরুতর আঘাত ছিল বলেও জানিয়েছেন চিকিৎসক। জেরিন ও গাড়িচালক তাদের কোনো দোষ নেই দাবি করলেও ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সালমান খানের বিপরীতে ‘বীর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে বলিউডে অভিষেক হয় জেরিনের। ‘রেডি’ সিনেমায় একই নায়কের সঙ্গেই জনপ্রিয় হওয়া ‘ক্যারেক্টার ঢিলা’ আইটেম নাম্বারেও দেখা গিয়েছিল তাকে। এর পর ‘১৯২১’ সিনেমাতেও দেখা দেন। তবে ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি থ্রি’র জন্যই বেশি করে চর্চায় ছিলেন জেরিন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৯

আলোচিত ‘হেট স্টোরি থ্রি’ সিনেমার নায়িকা জেরিন খানের গাড়ির সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটে বুধবার উত্তর গোয়ার আঞ্জুনা এলাকায়।
পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, গোয়ার মপাসার বাসিন্দা ওই ব্যক্তির নাম নীতিশ গোরাল। বয়স ৩১ বছর। জেরিন খানের গাড়ির সঙ্গে তার বাইকের ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় গাড়িতে ছিলেন জেরিন খান ও চালক আলী আব্বাস। এ প্রসঙ্গে নায়িকা জানান, ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হঠাৎ তাদের গাড়িতে ধাক্কা মারেন। ডিভাইডারে ছিটকে পড়ে বাইক। সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান নীতিশ।
হেলমেট না পরার জন্য তার মাথায় গুরুতর আঘাত ছিল বলেও জানিয়েছেন চিকিৎসক। জেরিন ও গাড়িচালক তাদের কোনো দোষ নেই দাবি করলেও ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সালমান খানের বিপরীতে ‘বীর’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে বলিউডে অভিষেক হয় জেরিনের। ‘রেডি’ সিনেমায় একই নায়কের সঙ্গেই জনপ্রিয় হওয়া ‘ক্যারেক্টার ঢিলা’ আইটেম নাম্বারেও দেখা গিয়েছিল তাকে। এর পর ‘১৯২১’ সিনেমাতেও দেখা দেন। তবে ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি থ্রি’র জন্যই বেশি করে চর্চায় ছিলেন জেরিন।