ঘনিয়ে আসছে পরিচালক সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৮
বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ছবি: ফেসবুক
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে। নিয়ম অনুয়ায়ী ডিসেম্বরেই নির্বাচন হওয়ার কথা। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে গেল পরিচালক সমিতি।
বিএফডিসিতে খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন পিছিয়ে গেলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন নির্বাচনী তোড়জোড়। অনেকে নিজেদের প্যানেলও গুছিয়ে ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রতিবারের মতো এবারও দুই থেকে তিনটি প্যানেল হওয়ার সম্ভাবনা আছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৮-১৯ মেয়াদের নির্বাচন পিছিয়ে যাওয়ার কথা স্বীকার করে বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন বলেন, “জাতীয় নির্বাচন না থাকলে এ মাসেই পরিচালক সমিতির নির্বাচন হতো। কিন্তু জাতীয় নির্বাচনের সময় তো আর কোনো সংগঠনের নির্বাচন হতে পারে না। এ কারণেই আমরা নির্বাচন পিছিয়ে দিয়েছি। আশা করি জানুয়ারির ভেতরেই নির্বাচন আয়োজন করতে পারব।”
নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি ঠিক করা হয়েছে জানান মহাসচিব। এদিকে অন্য কোনো প্যানেলের ঘোষণা না শোনা গেলেও বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন একই পদে আবারও নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৮

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে। নিয়ম অনুয়ায়ী ডিসেম্বরেই নির্বাচন হওয়ার কথা। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে গেল পরিচালক সমিতি।
বিএফডিসিতে খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচন পিছিয়ে গেলেও সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন নির্বাচনী তোড়জোড়। অনেকে নিজেদের প্যানেলও গুছিয়ে ফেলেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রতিবারের মতো এবারও দুই থেকে তিনটি প্যানেল হওয়ার সম্ভাবনা আছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৮-১৯ মেয়াদের নির্বাচন পিছিয়ে যাওয়ার কথা স্বীকার করে বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন বলেন, “জাতীয় নির্বাচন না থাকলে এ মাসেই পরিচালক সমিতির নির্বাচন হতো। কিন্তু জাতীয় নির্বাচনের সময় তো আর কোনো সংগঠনের নির্বাচন হতে পারে না। এ কারণেই আমরা নির্বাচন পিছিয়ে দিয়েছি। আশা করি জানুয়ারির ভেতরেই নির্বাচন আয়োজন করতে পারব।”
নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি ঠিক করা হয়েছে জানান মহাসচিব। এদিকে অন্য কোনো প্যানেলের ঘোষণা না শোনা গেলেও বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন একই পদে আবারও নির্বাচন করবেন বলে জানিয়েছেন।