অবশেষে মাহির ‘তুই শুধু আমার’ বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৩
‘তুই শুধু আমার’ চলচ্চিত্রে মাহি, ওম ও সোহম। ছবি: এসকে মুভিজ
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার দুই নায়ক ওম সাহানি ও সোহম চক্রবর্তী। এই তিন তারকার সিনেমা ‘তুই শুধু আমার’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। তবে যৌথ প্রযোজনার নির্মাণ হিসেবে অনুমোদন করেনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবিটি এখন সাফটা চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে।
বাংলাদেশ ও কলকাতায় ‘তুই শুধু আমার’ একসঙ্গে মুক্তির কথা ছিল। অক্টোবরে কলকাতায় মুক্তিও পায়। কিন্তু সেন্সর জটিলতার কারণে বাংলাদেশে আটকে যায়। সব বাধা পেরিয়ে চলতি সপ্তাহেই চলচ্চিত্রটি সেন্সর পেয়েছে জানিয়েছেন অনন্য মামুন।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পরিবেশনায় ‘তুই শুধু আমার’ ঢাকার মধুমিতা, সনি, বিজিবি, সৈনিক ক্লাব, গীতসহ দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পাবে।
২০১৭ সালের ৩ জুন লন্ডনে ছবিটির শুটিং শুরু হয়। কিছু দৃশ্য ধারণ করা হয় কলকাতায়। মাহি-ওম-সোহমের সঙ্গে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৩

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন ওপার বাংলার দুই নায়ক ওম সাহানি ও সোহম চক্রবর্তী। এই তিন তারকার সিনেমা ‘তুই শুধু আমার’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও অনন্য মামুন।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। তবে যৌথ প্রযোজনার নির্মাণ হিসেবে অনুমোদন করেনি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবিটি এখন সাফটা চুক্তির আওতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে।
বাংলাদেশ ও কলকাতায় ‘তুই শুধু আমার’ একসঙ্গে মুক্তির কথা ছিল। অক্টোবরে কলকাতায় মুক্তিও পায়। কিন্তু সেন্সর জটিলতার কারণে বাংলাদেশে আটকে যায়। সব বাধা পেরিয়ে চলতি সপ্তাহেই চলচ্চিত্রটি সেন্সর পেয়েছে জানিয়েছেন অনন্য মামুন।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পরিবেশনায় ‘তুই শুধু আমার’ ঢাকার মধুমিতা, সনি, বিজিবি, সৈনিক ক্লাব, গীতসহ দেশের ১৭টি সিনেমা হলে মুক্তি পাবে।
২০১৭ সালের ৩ জুন লন্ডনে ছবিটির শুটিং শুরু হয়। কিছু দৃশ্য ধারণ করা হয় কলকাতায়। মাহি-ওম-সোহমের সঙ্গে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, রেবেকা প্রমুখ।