ইশা আম্বানির বিয়ের শেষ চমক এ আর রহমান
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৫
ইশা আম্বানির বিবাহোত্তর সংবর্ধনায় মাত করলেন অস্কারজয়ী এ আর রহমান। ছবি: ফেসবুক
বিগ ফ্যাট ওয়েডিং বলতে যা বোঝায়, তার চেয়ে বেশি কিছু ছিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন থেকে শুরু করে বলিউডের বড় তারকারা। বিয়ে পূর্ব উৎসবে পারফর্ম করেছিলেন পপ গায়িকা বিয়ন্সে। আর বিবাহোত্তর সংবর্ধনায় মাত করলেন এ আর রহমান।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সন্ধ্যার রিসেপশনে অতিথিরা মুগ্ধ হন অস্কারজয়ী এ গায়ক ও সংগীত পরিচালকের পারফরম্যান্সে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ঝলক শেয়ার করেন।
বৃহস্পতিবার মুম্বাইয়ের অ্যান্টিলিয়াতে বিবাহ সম্পন্ন হয় ঈশা আম্বানি ও পিরামল গ্রুপের পরিচালক আনন্দ পিরামলের। খেলাধূলা থেকে শুরু করে বিনোদন জগতের তারকা, রাজনীতি জগতের রথী-মহারথী, বিজনেস টাইকুন-সকলের উপস্থিতিই আলো ছড়িয়েছিল ঈশা-আনন্দের বিয়েতে।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের বিকেসি বিজনেস ডিস্ট্রিক্টের জিও গ্রাউন্ডে। সেখানেই সংগীত পরিবেশন করেন এ আর রহমান। সঙ্গে ছিলেন নীতি মোহন, হর্ষদীপ কাউর, আরমান মালিকের মতো তারকারা।
তবে সবার মনোযোগ ছিল ‘চেন্নাইয়ের মোৎজার্ট’ হিসেবে পরিচিত এ আর রহমানের দিকে। ‘খলবলি’, ‘শ্বশুরাল গেন্দা ফুল’, ‘তেরে বিনা’র মতো জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মাতিয়ে দেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:০৫

বিগ ফ্যাট ওয়েডিং বলতে যা বোঝায়, তার চেয়ে বেশি কিছু ছিল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন থেকে শুরু করে বলিউডের বড় তারকারা। বিয়ে পূর্ব উৎসবে পারফর্ম করেছিলেন পপ গায়িকা বিয়ন্সে। আর বিবাহোত্তর সংবর্ধনায় মাত করলেন এ আর রহমান।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, শুক্রবার সন্ধ্যার রিসেপশনে অতিথিরা মুগ্ধ হন অস্কারজয়ী এ গায়ক ও সংগীত পরিচালকের পারফরম্যান্সে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু ঝলক শেয়ার করেন।
বৃহস্পতিবার মুম্বাইয়ের অ্যান্টিলিয়াতে বিবাহ সম্পন্ন হয় ঈশা আম্বানি ও পিরামল গ্রুপের পরিচালক আনন্দ পিরামলের। খেলাধূলা থেকে শুরু করে বিনোদন জগতের তারকা, রাজনীতি জগতের রথী-মহারথী, বিজনেস টাইকুন-সকলের উপস্থিতিই আলো ছড়িয়েছিল ঈশা-আনন্দের বিয়েতে।
বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের বিকেসি বিজনেস ডিস্ট্রিক্টের জিও গ্রাউন্ডে। সেখানেই সংগীত পরিবেশন করেন এ আর রহমান। সঙ্গে ছিলেন নীতি মোহন, হর্ষদীপ কাউর, আরমান মালিকের মতো তারকারা।
তবে সবার মনোযোগ ছিল ‘চেন্নাইয়ের মোৎজার্ট’ হিসেবে পরিচিত এ আর রহমানের দিকে। ‘খলবলি’, ‘শ্বশুরাল গেন্দা ফুল’, ‘তেরে বিনা’র মতো জনপ্রিয় গান গেয়ে উপস্থিত অতিথিদের মাতিয়ে দেন তিনি।