শহীদ কাপুরের স্ত্রীর মুখোমুখি কারিনা
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৮
কারিনা কাপুর খান ও মীরা রাজপুত
ইশা আম্বানির বিয়েতে বলিউডের সব তারকাই যেন নেমে এসেছিল, তাই খবরেরও শেষ নেই। কেউ কি ভেবেছিল সাবেক প্রেমিক শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের মুখোমুখি হবেন কারিনা কাপুর খান! তেমনটাই ঘটেছিল।
এখন প্রশ্ন- মুখোমুখি হওয়ার পর কি তারা পরস্পরকে এড়িয়ে গিয়েছিলেন? না, তেমন কিছু ঘটেনি। শিষ্টাচার লঙ্ঘন করেননি কারিনা বা মীরা। তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মিড ডে’র প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানে স্বামী অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে এসেছিলেন কারিনা। অন্যদিকে শহীদের সঙ্গে আসেন মীরা। সেখানে বলিউডের অন্য তারকারাও হাজির ছিলেন। সবাই হাই-হ্যালোর পর খোশ গল্পে মত্ত ছিলেন।
মুখোমুখি হন সাইফ-কারিনা ও শহীদ-মীরা দম্পতি। তারা ‘হ্যালো’ বলেন। কুশলাদিও জিজ্ঞাসা করেন। কারিনা ও মীরা পরস্পরকে আলিঙ্গন করেন। যেন বলছেন, পুরনো কথা মনে রাখার কিছুই নেই!
শিগগিরই রেডিও জকির আসনে বসবেন কারিনা। নারী কেন্দ্রিক অনুষ্ঠানের সঞ্চালক হতে যাচ্ছেন তিনি। বড়পর্দায় দেখা যায় অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ সিনেমায়।
এছাড়া ‘কফি উইথ করণ’-এর চলমান সিজনের শেষ কিস্তিতে তার সঙ্গে আড্ডা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানটি শিগগিরই প্রচার হবে। এর আগে ‘অ্যাইতরাজ’ ও ‘ডন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কারিনা-প্রিয়াঙ্কা। এর পর তাদের সম্পর্কের অবনতির কথা শোনা যায়, কারণ ছিল শহীদ কাপুরের সঙ্গে কারিনার প্রেম।
এদিকে তেলুগু সিনেমা ‘অজুর্ন রেড্ডি’র হিন্দি রিমেক নিয়ে ব্যস্ত আছেন শহীদ, যার শিরোনাম ‘কবির সিং’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৮

ইশা আম্বানির বিয়েতে বলিউডের সব তারকাই যেন নেমে এসেছিল, তাই খবরেরও শেষ নেই। কেউ কি ভেবেছিল সাবেক প্রেমিক শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের মুখোমুখি হবেন কারিনা কাপুর খান! তেমনটাই ঘটেছিল।
এখন প্রশ্ন- মুখোমুখি হওয়ার পর কি তারা পরস্পরকে এড়িয়ে গিয়েছিলেন? না, তেমন কিছু ঘটেনি। শিষ্টাচার লঙ্ঘন করেননি কারিনা বা মীরা। তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মিড ডে’র প্রতিবেদনে জানা যায়, অনুষ্ঠানে স্বামী অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে এসেছিলেন কারিনা। অন্যদিকে শহীদের সঙ্গে আসেন মীরা। সেখানে বলিউডের অন্য তারকারাও হাজির ছিলেন। সবাই হাই-হ্যালোর পর খোশ গল্পে মত্ত ছিলেন।
মুখোমুখি হন সাইফ-কারিনা ও শহীদ-মীরা দম্পতি। তারা ‘হ্যালো’ বলেন। কুশলাদিও জিজ্ঞাসা করেন। কারিনা ও মীরা পরস্পরকে আলিঙ্গন করেন। যেন বলছেন, পুরনো কথা মনে রাখার কিছুই নেই!
শিগগিরই রেডিও জকির আসনে বসবেন কারিনা। নারী কেন্দ্রিক অনুষ্ঠানের সঞ্চালক হতে যাচ্ছেন তিনি। বড়পর্দায় দেখা যায় অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ সিনেমায়।
এছাড়া ‘কফি উইথ করণ’-এর চলমান সিজনের শেষ কিস্তিতে তার সঙ্গে আড্ডা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানটি শিগগিরই প্রচার হবে। এর আগে ‘অ্যাইতরাজ’ ও ‘ডন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কারিনা-প্রিয়াঙ্কা। এর পর তাদের সম্পর্কের অবনতির কথা শোনা যায়, কারণ ছিল শহীদ কাপুরের সঙ্গে কারিনার প্রেম।
এদিকে তেলুগু সিনেমা ‘অজুর্ন রেড্ডি’র হিন্দি রিমেক নিয়ে ব্যস্ত আছেন শহীদ, যার শিরোনাম ‘কবির সিং’।