সত্যি সত্যিই বর সাজলেন সিয়াম!
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৫
১৬ ডিসেম্বর সত্যিকারের বর হয়ে সবার সামনে হাজির হলেন সিয়াম
ছোটপর্দার নায়ক এলেন সিনেমায়। এখানেও করলেন বাজিমাৎ। রাতারাতি সিনে দর্শকদের কাছে ক্রেজ হয়ে উঠলেন সিয়াম। তবে হাজারো তরুণীর স্বপ্ন ভেঙে ১৪ নভেম্বর গায়ে হলুদ মাখেন তিনি। একদিন পর বিজয় দিবসে বসলেন বিয়ের পিঁড়িতে। পর্দায় বহুবার বর সাজলেও ১৬ ডিসেম্বর সত্যিকারের বর হয়ে সবার সামনে হাজির হলেন সিয়াম । রাজধানীর একটি পার্টি সেন্টারে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। সেখান থেকে তার কাছের মানুষজন সিয়ামের বর বেশের ছবি তুলে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সেই সব ছবিতে সিয়ামের সঙ্গে কনে হিসেবে আছেন দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তীও।
দেশ রূপান্তরকে সিয়াম জানান, 'আজকের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরাই থাকছেন। আগামী বছর বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান করবো! সেখানে মিডিয়ার সবাইকে আমন্ত্রণ জানাবো।'
১৪ ডিসেম্বর, শুক্রবার রাতে সিয়ামের হবু স্ত্রী অবন্তির বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। পরেরদিন রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে তার গায়ে হলদ সম্পন্ন হয়।
নয় বছরের পরিচয়, সাত বছরের প্রেম এবার পরিণত হলো বিয়েতে। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুশি সিয়াম। হালের এই ক্রেজ নায়ক সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০১৮ ২০:৫৫

ছোটপর্দার নায়ক এলেন সিনেমায়। এখানেও করলেন বাজিমাৎ। রাতারাতি সিনে দর্শকদের কাছে ক্রেজ হয়ে উঠলেন সিয়াম। তবে হাজারো তরুণীর স্বপ্ন ভেঙে ১৪ নভেম্বর গায়ে হলুদ মাখেন তিনি। একদিন পর বিজয় দিবসে বসলেন বিয়ের পিঁড়িতে। পর্দায় বহুবার বর সাজলেও ১৬ ডিসেম্বর সত্যিকারের বর হয়ে সবার সামনে হাজির হলেন সিয়াম । রাজধানীর একটি পার্টি সেন্টারে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। সেখান থেকে তার কাছের মানুষজন সিয়ামের বর বেশের ছবি তুলে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সেই সব ছবিতে সিয়ামের সঙ্গে কনে হিসেবে আছেন দীর্ঘ দিনের প্রেমিকা অবন্তীও।
দেশ রূপান্তরকে সিয়াম জানান, 'আজকের অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনরাই থাকছেন। আগামী বছর বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান করবো! সেখানে মিডিয়ার সবাইকে আমন্ত্রণ জানাবো।'
১৪ ডিসেম্বর, শুক্রবার রাতে সিয়ামের হবু স্ত্রী অবন্তির বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। পরেরদিন রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে তার গায়ে হলদ সম্পন্ন হয়।
নয় বছরের পরিচয়, সাত বছরের প্রেম এবার পরিণত হলো বিয়েতে। ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে খুশি সিয়াম। হালের এই ক্রেজ নায়ক সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে তাদের দাম্পত্য জীবন সুখের হয়।