যেভাবে পালন করা হচ্ছে শাবনূরের জন্মদিন
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৪
জন্মদিনে এই নায়িকার জনপ্রিয় ছবিগুলোর গান ও স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে
শাবনূর। এই নামেই তিনি পরিচিত। নব্বইয়ের ঝড়তোলা এই চিত্রনায়িকার জনপ্রিয়তা ২০১৮তে এসেও এতটুকু কমেনি। বাংলা চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রীর আজ জন্মদিন।
জন্মদিনে এই নায়িকার জনপ্রিয় ছবিগুলোর গান ও স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। শোবিজের কাছের মানুষরা ভিড় জমাচ্ছেন তার বাসায়।
জন্মদিন কেমন কাটছে জানতে চাইলে আজ বিকেলে শাবনূর দেশ রূপান্তরকে বলেন, 'সারাদিনই প্রচুর মানুষের ফোন পাচ্ছি। সবাই শুভেচ্ছা জানাচ্ছে। মিডিয়ার কাছের মানুষরা তো বাসাতেই আসছে। আমি সত্যিই আনন্দিত।'
জন্মদিনে বিশেষ কোনো আয়োজন আছে কিনা জানতে চাইলে শাবণূর বলেন, 'তেমন কোনো আয়োজন রাখিনি। বাসাতেই কাটাচ্ছি। তবে কাছের মানুষরা যেভাবে বাসায় এসে শুভেচ্ছা জানাচ্ছে তাতে মনে হচ্ছে আয়োজনের চেয়েও বেশি কিছু।'
১৯৭৯ সালের আজকের দিনেই যশোরের নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। ১৯৯৩ সালের ১৫ অক্টাবর নায়িকা হিসেব অভিষেক ঘটে। মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা 'চাঁদনীরাতে'। ইহতেশাম পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সাব্বির। ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও ঘাবড়ে যাননি তিনি। পরের বছরই বাজিমাৎ করেন 'তুমি আমার' ছবিতে অভিনয় করে। কাজী জহির পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন চিরসবুজ নায়ক সালমানের সঙ্গে। এরপরের গল্পটা সবারই জানা। তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাবনূর জুটি। সালমানের মৃত্যুর পর রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেও সফল হন শাবনূর।
২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান শাবনূর। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এতো প্রেম এতো মায়া' ছবির বাকি কাজ সারতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ ছাড়া জাজ মাল্টিমিডয়া প্রযোজিত একটি ছবিতেও শাবনূরকে দেখা যেতে পারে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৪

শাবনূর। এই নামেই তিনি পরিচিত। নব্বইয়ের ঝড়তোলা এই চিত্রনায়িকার জনপ্রিয়তা ২০১৮তে এসেও এতটুকু কমেনি। বাংলা চলচ্চিত্রের এই গুণী অভিনেত্রীর আজ জন্মদিন।
জন্মদিনে এই নায়িকার জনপ্রিয় ছবিগুলোর গান ও স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। শোবিজের কাছের মানুষরা ভিড় জমাচ্ছেন তার বাসায়।
জন্মদিন কেমন কাটছে জানতে চাইলে আজ বিকেলে শাবনূর দেশ রূপান্তরকে বলেন, 'সারাদিনই প্রচুর মানুষের ফোন পাচ্ছি। সবাই শুভেচ্ছা জানাচ্ছে। মিডিয়ার কাছের মানুষরা তো বাসাতেই আসছে। আমি সত্যিই আনন্দিত।'
জন্মদিনে বিশেষ কোনো আয়োজন আছে কিনা জানতে চাইলে শাবণূর বলেন, 'তেমন কোনো আয়োজন রাখিনি। বাসাতেই কাটাচ্ছি। তবে কাছের মানুষরা যেভাবে বাসায় এসে শুভেচ্ছা জানাচ্ছে তাতে মনে হচ্ছে আয়োজনের চেয়েও বেশি কিছু।'
১৯৭৯ সালের আজকের দিনেই যশোরের নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। ১৯৯৩ সালের ১৫ অক্টাবর নায়িকা হিসেব অভিষেক ঘটে। মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা 'চাঁদনীরাতে'। ইহতেশাম পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সাব্বির। ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও ঘাবড়ে যাননি তিনি। পরের বছরই বাজিমাৎ করেন 'তুমি আমার' ছবিতে অভিনয় করে। কাজী জহির পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন চিরসবুজ নায়ক সালমানের সঙ্গে। এরপরের গল্পটা সবারই জানা। তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাবনূর জুটি। সালমানের মৃত্যুর পর রিয়াজ, ফেরদৌস, মান্না, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেও সফল হন শাবনূর।
২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি ছেলে সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান।
দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকলেও শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান শাবনূর। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এতো প্রেম এতো মায়া' ছবির বাকি কাজ সারতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ ছাড়া জাজ মাল্টিমিডয়া প্রযোজিত একটি ছবিতেও শাবনূরকে দেখা যেতে পারে।