আবারো কি জোড়া লাগছে শাকিব-অপুর সম্পর্ক?
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ২১:১২
বিচ্ছেদ হওয়া সত্বেও সন্তানের জন্য একসঙ্গে জনসমখ্যে হাজির শাকিব-অপু...
সম্পর্ক থাকলেই ভাঙা-গড়া থাকবে। থাকবে মান-অভিমান-বিচ্ছেদও। ২০০৮ সালে গোপনে বিয়ে শাকিব-অপুর। ৯ বছর পর সেই সম্পর্ক প্রকাশ্যে আসে যখন সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়ান অপু। তারপর নানা ঝুট-ঝামেলা। ২০১৮ সালের এপ্রিলে এসে সেই সম্পর্কে ইতি টানেন শাকিব-অপু। কিন্তু সম্পর্কের ইতি টানলে কি হবে? সন্তান জয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই দেখা মেলে শাকিব-অপুর। এই তো সেদিন জয়কে প্রথম স্কুলে ভর্তি করাতে গিয়ে একসঙ্গে হলেন তারা। আবারও তার এক হলেন বিজয় দিবসে। তাও আবার সন্তানের সঙ্গে ম্যাচিং করা পোশাকে। অপুর আবদার ছিল দুজনে একই পোশাক পরে সন্তানের স্কুলে গিয়ে হাজির হবেন। অপুর মনে শুরুতে সংশয় থাকলেও দিনশেষে ঠিকই দেখা গেল শাকিব খান ম্যাচিং করা পোশাকেই হাজির হয়েছেন।
অপু বলেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করে। সেই অনুষ্ঠানেই আমার অনুরোধে জয়ের বাবা ম্যাচিং করা পোশাকে এসে হাজির হন। তিনি আমার কথা ফেলেননি।'
তিনি আরও জানান, 'জয়ের ক্লাসে মোট ২০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবকরাও সন্তানের পোশাকের সঙ্গে মিলিয়ে পোশাক পরে এসেছেন।’
অপু জানিয়েছেন, তাদের দুজনের পোশাকই তার নিজের করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আর তাদের একসঙ্গের ছবি দেখে শাকিব-অপু ভক্তরা খুশি হয়েছেন। শুধু তাই নয়, অনেকে মন্তব্য করেছেন আবারও তারা এক হলে ভালো হবে। অনেকে আবার ইঙ্গিত দিয়েছেন তারা আবারও এক হয়ে যাবেন। শাকিব-অপুর অনেক ঘনিষ্ঠজনও আশাবাদ ব্যক্ত করেছেন। দিনশেষে কী ঘটবে তা এখনই বলা যাবে না। তবে এটুকু বলাই যায়, বিচ্ছেদ হওয়া সত্বেও সন্তানের জন্য একসঙ্গে জনসমখ্যে হাজির হওয়া নিঃসন্দেহে প্রশংসার। শোবিজ অঙ্গনের জন্য নজিরও বটে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ২১:১২

সম্পর্ক থাকলেই ভাঙা-গড়া থাকবে। থাকবে মান-অভিমান-বিচ্ছেদও। ২০০৮ সালে গোপনে বিয়ে শাকিব-অপুর। ৯ বছর পর সেই সম্পর্ক প্রকাশ্যে আসে যখন সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে এসে দাঁড়ান অপু। তারপর নানা ঝুট-ঝামেলা। ২০১৮ সালের এপ্রিলে এসে সেই সম্পর্কে ইতি টানেন শাকিব-অপু। কিন্তু সম্পর্কের ইতি টানলে কি হবে? সন্তান জয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই দেখা মেলে শাকিব-অপুর। এই তো সেদিন জয়কে প্রথম স্কুলে ভর্তি করাতে গিয়ে একসঙ্গে হলেন তারা। আবারও তার এক হলেন বিজয় দিবসে। তাও আবার সন্তানের সঙ্গে ম্যাচিং করা পোশাকে। অপুর আবদার ছিল দুজনে একই পোশাক পরে সন্তানের স্কুলে গিয়ে হাজির হবেন। অপুর মনে শুরুতে সংশয় থাকলেও দিনশেষে ঠিকই দেখা গেল শাকিব খান ম্যাচিং করা পোশাকেই হাজির হয়েছেন।
অপু বলেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করে। সেই অনুষ্ঠানেই আমার অনুরোধে জয়ের বাবা ম্যাচিং করা পোশাকে এসে হাজির হন। তিনি আমার কথা ফেলেননি।'
তিনি আরও জানান, 'জয়ের ক্লাসে মোট ২০ জন শিক্ষার্থী, তাদের অভিভাবকরাও সন্তানের পোশাকের সঙ্গে মিলিয়ে পোশাক পরে এসেছেন।’
অপু জানিয়েছেন, তাদের দুজনের পোশাকই তার নিজের করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আর তাদের একসঙ্গের ছবি দেখে শাকিব-অপু ভক্তরা খুশি হয়েছেন। শুধু তাই নয়, অনেকে মন্তব্য করেছেন আবারও তারা এক হলে ভালো হবে। অনেকে আবার ইঙ্গিত দিয়েছেন তারা আবারও এক হয়ে যাবেন। শাকিব-অপুর অনেক ঘনিষ্ঠজনও আশাবাদ ব্যক্ত করেছেন। দিনশেষে কী ঘটবে তা এখনই বলা যাবে না। তবে এটুকু বলাই যায়, বিচ্ছেদ হওয়া সত্বেও সন্তানের জন্য একসঙ্গে জনসমখ্যে হাজির হওয়া নিঃসন্দেহে প্রশংসার। শোবিজ অঙ্গনের জন্য নজিরও বটে।