কেটের বিপরীতে সার্শা রোনান
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩১
জুটি হয়ে অভিনয় করছেন কেট উইন্সলেট ও সার্শা রোনান
সমলিঙ্গের প্রেমের গল্পে জুটি হতে যাচ্ছেন কেট উইন্সলেট ও সার্শা রোনান। পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, ঐতিহাসিক ঘটনা নির্ভর সিনেমাটির নাম ‘অ্যামোনাইট’।
১৮ শতকের বিখ্যাত ফসিল শিকারি মেরি অ্যানিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। এ চরিত্রে অভিনয় করবেন ৪৩ বছর বয়সী কেট। তার বিপরীতে আছেন ২৪ বছরের সার্শা।
ইংলিশ চ্যানেলে তলদেশে জুরাসিক পর্বের ফসিল আবিষ্কারে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে প্রত্মজীবাশ্মবিদ মেরি অ্যানিংয়ের।
সিনেমাটি পরিচালনা করছেন ফ্রান্সিস লি। তিনি ২০১৭ সালের প্রশংসিত সিনেমা ‘গডস ওউন কান্ট্রি’র নির্মাতাও। যেখানে দুই পুরুষ খামার কর্মীর রোমান্স উঠে আসে। পরের সিনেমায় বেছে নিলেন বিপরীতে গল্প।
‘অ্যামোনাইট’-এর কাহিনি গড়াবে ১৮২০ সালের উপকূলীয় এক ইংলিশ শহরকে কেন্দ্র করে। সেখানে ফসিল শিকারি মেরির সঙ্গে দেখা হয় স্বাস্থ্যেদ্ধারে আসা এক কম বয়সী নারীর। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৯ সালের মার্চে। বর্তমানে চলছে প্রাথমিক প্রস্তুতি।
কেট উইন্সলেট ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ডায়না: দ্য ডে ব্রিটেন ক্রাইড’ সিনেমায় অভিনয় করেন। মাঝে এক বছর বড়পর্দায় দেখা যায়নি তাকে। ২০১৯ সালের মুক্তি পাবে নতুন সিনেমা ‘মমিনভ্যালি’। হাতে আছে ‘ব্ল্যাকবার্ড’ ও ‘অ্যাভাটার’ সিরিজের পরের সিক্যুয়াল।
সার্শা রোনানকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ‘দ্য সিগার্ল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘মেরি কুইন অব স্কটস’ ও ‘লিটল ওমেন’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩১

সমলিঙ্গের প্রেমের গল্পে জুটি হতে যাচ্ছেন কেট উইন্সলেট ও সার্শা রোনান। পিপল ডটকমের প্রতিবেদনে জানা যায়, ঐতিহাসিক ঘটনা নির্ভর সিনেমাটির নাম ‘অ্যামোনাইট’।
১৮ শতকের বিখ্যাত ফসিল শিকারি মেরি অ্যানিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। এ চরিত্রে অভিনয় করবেন ৪৩ বছর বয়সী কেট। তার বিপরীতে আছেন ২৪ বছরের সার্শা।
ইংলিশ চ্যানেলে তলদেশে জুরাসিক পর্বের ফসিল আবিষ্কারে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে প্রত্মজীবাশ্মবিদ মেরি অ্যানিংয়ের।
সিনেমাটি পরিচালনা করছেন ফ্রান্সিস লি। তিনি ২০১৭ সালের প্রশংসিত সিনেমা ‘গডস ওউন কান্ট্রি’র নির্মাতাও। যেখানে দুই পুরুষ খামার কর্মীর রোমান্স উঠে আসে। পরের সিনেমায় বেছে নিলেন বিপরীতে গল্প।
‘অ্যামোনাইট’-এর কাহিনি গড়াবে ১৮২০ সালের উপকূলীয় এক ইংলিশ শহরকে কেন্দ্র করে। সেখানে ফসিল শিকারি মেরির সঙ্গে দেখা হয় স্বাস্থ্যেদ্ধারে আসা এক কম বয়সী নারীর। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
সিনেমাটির শুটিং শুরু হবে ২০১৯ সালের মার্চে। বর্তমানে চলছে প্রাথমিক প্রস্তুতি।
কেট উইন্সলেট ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ডায়না: দ্য ডে ব্রিটেন ক্রাইড’ সিনেমায় অভিনয় করেন। মাঝে এক বছর বড়পর্দায় দেখা যায়নি তাকে। ২০১৯ সালের মুক্তি পাবে নতুন সিনেমা ‘মমিনভ্যালি’। হাতে আছে ‘ব্ল্যাকবার্ড’ ও ‘অ্যাভাটার’ সিরিজের পরের সিক্যুয়াল।
সার্শা রোনানকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরের ‘দ্য সিগার্ল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে ‘মেরি কুইন অব স্কটস’ ও ‘লিটল ওমেন’।