‘মনিকর্নিকা’ ট্রেইলারে দারুণ চমক
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩০
‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার একটি দৃশ্য। ছবি: জি স্টুডিও
প্রকাশ হলো ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার ট্রেইলার। টিজার থেকে বোঝা গিয়েছিল দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। মঙ্গলবার উন্মুক্ত হওয়া নতুন প্রচারণা ভিডিওটি আবারও সেই কথা বলল। বিশেষ করে ভিজ্যুয়াল ইফেক্ট মনোযোগ কেড়ে নেয়।
সিনেমাটি নির্মিত হয়েছে রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী অবলম্বনে। ট্রেইলারের শুরুতে দেখা যায় ঝাঁসির জনগণ ভয়ের মাঝে রয়েছে। কারণ ব্রিটিশরা তাদের শহর দখলের পরিকল্পনা করছে। কিন্তু রানি লক্ষ্মীবাঈ জানান হার মানবেন না। এরপর ব্যক্তিগত জীবনী ও দেশ বাঁচানোর লড়াইয়ের একের পর এক দৃশ্য দেখানো হয়।
কঙ্গনার সর্বশেষ সিনেমা ‘সিমরান’ বক্স অফিসে একদমই ভালো করেনি। এরপর অনেক সময় নিয়ে তৈরি হয়েছে ‘মনিকর্নিকা’। ট্রেইলারে কৃষের পাশাপাশি পরিচালক হিসেবে তার নামও দেখা যায়।
চলতি বছর বলিউডে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ও আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’। যদিও দ্বিতীয় সিনেমাটি দর্শক গ্রহণ করেননি। কিন্তু বলিউডে দিন দিন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে সিনেমার সংখ্যা বাড়ছে। যার সঙ্গে যুক্ত হলো ‘মনিকর্নিকা’।
সিনেমাটি মুক্তি পাবে ভারতের প্রজাতন্ত্র দিবস ২০১৯ সালের ২৫ জানুয়ারি। এর আগে শোনা যায় কঙ্গনার সাবেক প্রেমিক হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ মুক্তি পাবে একই দিনে। তবে পরিচালক বিকাশ বেহলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসায় সিনেমাটি পিছিয়ে গেছে।
মুক্তি প্রসঙ্গে কঙ্গনা বলেন, “এটা খুবই ভালো বিষয়। কারণ যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন আমাদের উচিত প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের মতো উপলক্ষে তাদের স্মরণ করা। আমাদের ছবির বিষয়বস্তু দেশপ্রেম। তাই তারিখটি গুরুত্বপূর্ণ। আমরা খুশি যে ওই দিন শুধু এ সিনেমা মুক্তি পাচ্ছে।”
‘মনিকর্নিকা’য় কঙ্গনার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, অতুল কুলকার্নিসহ অনেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩০

প্রকাশ হলো ‘মনিকর্নিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার ট্রেইলার। টিজার থেকে বোঝা গিয়েছিল দারুণ চমক নিয়ে হাজির হচ্ছেন কঙ্গনা রনৌত। মঙ্গলবার উন্মুক্ত হওয়া নতুন প্রচারণা ভিডিওটি আবারও সেই কথা বলল। বিশেষ করে ভিজ্যুয়াল ইফেক্ট মনোযোগ কেড়ে নেয়।
সিনেমাটি নির্মিত হয়েছে রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী অবলম্বনে। ট্রেইলারের শুরুতে দেখা যায় ঝাঁসির জনগণ ভয়ের মাঝে রয়েছে। কারণ ব্রিটিশরা তাদের শহর দখলের পরিকল্পনা করছে। কিন্তু রানি লক্ষ্মীবাঈ জানান হার মানবেন না। এরপর ব্যক্তিগত জীবনী ও দেশ বাঁচানোর লড়াইয়ের একের পর এক দৃশ্য দেখানো হয়।
কঙ্গনার সর্বশেষ সিনেমা ‘সিমরান’ বক্স অফিসে একদমই ভালো করেনি। এরপর অনেক সময় নিয়ে তৈরি হয়েছে ‘মনিকর্নিকা’। ট্রেইলারে কৃষের পাশাপাশি পরিচালক হিসেবে তার নামও দেখা যায়।
চলতি বছর বলিউডে মুক্তি পায় সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ও আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’। যদিও দ্বিতীয় সিনেমাটি দর্শক গ্রহণ করেননি। কিন্তু বলিউডে দিন দিন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে সিনেমার সংখ্যা বাড়ছে। যার সঙ্গে যুক্ত হলো ‘মনিকর্নিকা’।
সিনেমাটি মুক্তি পাবে ভারতের প্রজাতন্ত্র দিবস ২০১৯ সালের ২৫ জানুয়ারি। এর আগে শোনা যায় কঙ্গনার সাবেক প্রেমিক হৃতিক রোশনের ‘সুপার থার্টি’ মুক্তি পাবে একই দিনে। তবে পরিচালক বিকাশ বেহলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসায় সিনেমাটি পিছিয়ে গেছে।
মুক্তি প্রসঙ্গে কঙ্গনা বলেন, “এটা খুবই ভালো বিষয়। কারণ যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন আমাদের উচিত প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসের মতো উপলক্ষে তাদের স্মরণ করা। আমাদের ছবির বিষয়বস্তু দেশপ্রেম। তাই তারিখটি গুরুত্বপূর্ণ। আমরা খুশি যে ওই দিন শুধু এ সিনেমা মুক্তি পাচ্ছে।”
‘মনিকর্নিকা’য় কঙ্গনার বিপরীতে আছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত। আরও অভিনয় করেছেন অঙ্কিতা লোখান্ডে, অতুল কুলকার্নিসহ অনেকে।