প্রিতমের জন্য মোটা নায়িকা খুঁজছে জাজ
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:১১
মোটা নায়িকার সন্ধান করছে জাজ মাল্টিমিডিয়া
নায়িকা মানেই মেদহীন শরীর। স্লিম ফিগার করার জন্য নায়িকাদের জীবন-মরণ চেষ্টারও কমতি নেই। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বরাবর স্লিম ফিগারের নায়িকাই খুঁজে বেড়ায়। কিন্তু দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিলো তারা মোটা নায়িকা খুঁজছে। জাজ কর্ণধার আব্দুল আজিজ নিজের ফেসবুকে বুধবার দুপুরে এই ঘোষণা দেন। সব ঠিক আছে, কিন্তু কার জন্য এভাবে মোটা নায়িকার সন্ধান করছে জাজ? এমন প্রশ্নের জবাবে জাজ কর্ণধার আব্দুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নায়ক হিসেবে প্রিতম হাসানকে ভেবে রেখেছি। তার সঙ্গে কথাও হয়েছে।’
সব ঠিক থাকলে গায়ক ও সংগীত পরিচালক প্রিতম হাসান প্রথমবারের মতো নায়ক হিসেবে হাজির হবেন রূপালি পর্দায়। যদিও বহু আগেই জাজ কর্ণধার প্রিতমকে নায়ক বানানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এ বিষয়ে জানতে প্রিতমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ছবিটির পরিচালক এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আগামীকাল (২০ ডিসেম্বর) পরিচালকের সঙ্গে মিটিং করব। তখনই পরিচালকের নাম ঘোষণা করব আমরা।’
নায়িকা খোঁজা ও প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিতে কয়েক মাস সময় লাগবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান আব্দুল আজিজ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৭:১১

নায়িকা মানেই মেদহীন শরীর। স্লিম ফিগার করার জন্য নায়িকাদের জীবন-মরণ চেষ্টারও কমতি নেই। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বরাবর স্লিম ফিগারের নায়িকাই খুঁজে বেড়ায়। কিন্তু দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সবাইকে অবাক করে দিয়ে ঘোষণা দিলো তারা মোটা নায়িকা খুঁজছে। জাজ কর্ণধার আব্দুল আজিজ নিজের ফেসবুকে বুধবার দুপুরে এই ঘোষণা দেন। সব ঠিক আছে, কিন্তু কার জন্য এভাবে মোটা নায়িকার সন্ধান করছে জাজ? এমন প্রশ্নের জবাবে জাজ কর্ণধার আব্দুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা নায়ক হিসেবে প্রিতম হাসানকে ভেবে রেখেছি। তার সঙ্গে কথাও হয়েছে।’
সব ঠিক থাকলে গায়ক ও সংগীত পরিচালক প্রিতম হাসান প্রথমবারের মতো নায়ক হিসেবে হাজির হবেন রূপালি পর্দায়। যদিও বহু আগেই জাজ কর্ণধার প্রিতমকে নায়ক বানানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এ বিষয়ে জানতে প্রিতমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ছবিটির পরিচালক এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আগামীকাল (২০ ডিসেম্বর) পরিচালকের সঙ্গে মিটিং করব। তখনই পরিচালকের নাম ঘোষণা করব আমরা।’
নায়িকা খোঁজা ও প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে নিতে কয়েক মাস সময় লাগবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান আব্দুল আজিজ।