‘মাতাল’ থেকে ‘বখাটে’!
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২১
পরিচালকদের নজর কেড়ে নেওয়া অধরা কাজ করতে যাচ্ছেন নতুন আরেকটি ছবিতে
অধরা খান। চলচ্চিত্রে অভিষেক ঘটে এ বছরেই। নায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপরেই মুক্তি পায় অধরার দ্বিতীয় ছবি ‘মাতাল’। শাহীন সুমন পরিচালিত এ ছবিতে অধরার নায়ক ছিলেন সাইমন সাদিক। দ্বিতীয় ছবিটিও বেশ ভালোই চলে। পরিচালকদের নজর কেড়ে নেওয়া অধরা কাজ করতে যাচ্ছেন নতুন আরেকটি ছবিতে। এ ছবির নাম ‘বখাটে’। পরিচালক শাহীন সুমন।
একই পরিচালকের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘মাতাল’ থেকে ‘বখাটে’ হওয়ার অনুভূতি জানতে চাইলে দেশ রূপান্তরকে অধরা বলেন, ‘শাহীন ভাইয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য আনন্দের খবর। মাতাল থেকে বখাটে হওয়ার অভিজ্ঞতাও দারুণ হবে বলে মনে করি। আগের ছবিতে মাতলামি করেছি আর এ ছবিতে বখাটেপনা করব। এর চেয়ে ভালো আর কী (হাসি)।’
পরিচালক শাহীন সুমন জানান, নায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে সাইমন, শিপন, সুমিত বা আসিফ নূর এদের মধ্য থেকেই কাউকে নায়ক হিসেবে চূড়ান্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। সব ঠিক করে আগামী বছরের শুরুর দিকে ছবিটির কাজ শুরু করবেন বলে জানান শাহীন সুমন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:২১

অধরা খান। চলচ্চিত্রে অভিষেক ঘটে এ বছরেই। নায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। এরপরেই মুক্তি পায় অধরার দ্বিতীয় ছবি ‘মাতাল’। শাহীন সুমন পরিচালিত এ ছবিতে অধরার নায়ক ছিলেন সাইমন সাদিক। দ্বিতীয় ছবিটিও বেশ ভালোই চলে। পরিচালকদের নজর কেড়ে নেওয়া অধরা কাজ করতে যাচ্ছেন নতুন আরেকটি ছবিতে। এ ছবির নাম ‘বখাটে’। পরিচালক শাহীন সুমন।
একই পরিচালকের আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘মাতাল’ থেকে ‘বখাটে’ হওয়ার অনুভূতি জানতে চাইলে দেশ রূপান্তরকে অধরা বলেন, ‘শাহীন ভাইয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য আনন্দের খবর। মাতাল থেকে বখাটে হওয়ার অভিজ্ঞতাও দারুণ হবে বলে মনে করি। আগের ছবিতে মাতলামি করেছি আর এ ছবিতে বখাটেপনা করব। এর চেয়ে ভালো আর কী (হাসি)।’
পরিচালক শাহীন সুমন জানান, নায়ক এখনো চূড়ান্ত হয়নি। তবে সাইমন, শিপন, সুমিত বা আসিফ নূর এদের মধ্য থেকেই কাউকে নায়ক হিসেবে চূড়ান্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। সব ঠিক করে আগামী বছরের শুরুর দিকে ছবিটির কাজ শুরু করবেন বলে জানান শাহীন সুমন।