ফারিয়াও কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন?
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৬
ফেসবুক জরিপে ভক্তরা ফারিয়ার বিয়ের পক্ষেই বেশি ভোট দিলেন
তরুণ প্রজন্মের কাছে রীতিমতো ক্রেজ-এ পরিণত হয়েছেন মডেল, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই তারকার সহ-কর্মীদের অনেকেই বিয়ের পাট চুকিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ বিয়ের ঘোষণা দিয়েছেন এই শীতেই। চারদিকে যখন বিয়ের বাজনা বাজছে তখন নুসরাত ফারিয়াও সেই ঢোলে একতাল বাড়ি দিয়ে রাখলেন। নিজের ফেসবুক ওয়ালে একটি জরিপের আয়োজন করেন ফারিয়া। নতুন বছরে কি করা উচিত? ফিল্ম না বিয়ে? এমন জরিপের ফলাফল রীতিমতো চমকে যাওয়ার মতো। কারণ বিয়ের পক্ষেই পড়েছে বেশির ভাগ ভোট। জরিপের ফলাফলে দেখা যায়, ৭০ ভাগ ভোটই পড়েছে বিয়ের পক্ষে আর ৩০ ভাগ ভোট পড়েছে ফিল্মের পক্ষে। ১৮ ঘণ্টায় মোট ভোট পড়েছে ৯৭৮টি।
ভক্তদের ভোটে সাড়া দিয়ে কি নুসরাত ফারিয়া সত্যি সত্যিই বিয়ে করে ফেলবেন? এমন সম্ভাবনাকেও উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। ভোটের ফলাফল নিজের ওয়ালে শেয়ার দিয়ে লিখেছেন, ‘যদিও বিয়ের পক্ষেই বেশি ভোট পড়েছে কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে ২০১৯ সালে বিয়ে করার ইচ্ছে নেই।’
নুসরাত ফারিয়া বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ‘শাহেনশাহ’ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৬

তরুণ প্রজন্মের কাছে রীতিমতো ক্রেজ-এ পরিণত হয়েছেন মডেল, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই তারকার সহ-কর্মীদের অনেকেই বিয়ের পাট চুকিয়ে ফেলেছেন। আবার কেউ কেউ বিয়ের ঘোষণা দিয়েছেন এই শীতেই। চারদিকে যখন বিয়ের বাজনা বাজছে তখন নুসরাত ফারিয়াও সেই ঢোলে একতাল বাড়ি দিয়ে রাখলেন। নিজের ফেসবুক ওয়ালে একটি জরিপের আয়োজন করেন ফারিয়া। নতুন বছরে কি করা উচিত? ফিল্ম না বিয়ে? এমন জরিপের ফলাফল রীতিমতো চমকে যাওয়ার মতো। কারণ বিয়ের পক্ষেই পড়েছে বেশির ভাগ ভোট। জরিপের ফলাফলে দেখা যায়, ৭০ ভাগ ভোটই পড়েছে বিয়ের পক্ষে আর ৩০ ভাগ ভোট পড়েছে ফিল্মের পক্ষে। ১৮ ঘণ্টায় মোট ভোট পড়েছে ৯৭৮টি।
ভক্তদের ভোটে সাড়া দিয়ে কি নুসরাত ফারিয়া সত্যি সত্যিই বিয়ে করে ফেলবেন? এমন সম্ভাবনাকেও উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। ভোটের ফলাফল নিজের ওয়ালে শেয়ার দিয়ে লিখেছেন, ‘যদিও বিয়ের পক্ষেই বেশি ভোট পড়েছে কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে ২০১৯ সালে বিয়ে করার ইচ্ছে নেই।’
নুসরাত ফারিয়া বর্তমানে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন ‘শাহেনশাহ’ছবিতে। শামীম আহমেদ রনি পরিচালিত এ ছবিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে।