সালমান থেকে দীপবীর, সবাই ছিলেন প্রিয়াঙ্কার তৃতীয় রিসেপশনে
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৫
মুম্বাইয়ে তৃতীয় রিসেপশনে প্রিয়াঙ্কা ও নিক। ছবি: ইনস্টাগ্রাম
বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাসের তৃতীয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে। বৃহস্পতিবার রাতে তাজ ল্যান্ডস এন্ড হোটেলের ওই আয়োজনে বলিউড তারকাদের ঢল নেমেছিল।
কইমই ডটকমের প্রতিবেদনে জানা যায়, রিসেপশনে সাদা আউটফিটে সেজেছিলেন প্রিয়াঙ্কার। নিক পরেছিলেন গাঢ় সবুজ স্যুট।
অনুষ্ঠানের অন্যতম চমক ছিলেন সালমান খান। ধারণা করা হয়েছিল, ‘ভারত’ সিনেমা ছেড়ে দেওয়ায় নায়িকার সঙ্গে ভাইজানের সম্পর্ক ভালো নয়। কিন্তু রিসেপশনে হাজির হয়ে গুঞ্জনে পানি ঢেলে দিলেন তিনি। আরও ছিলেন সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বলিউডের চিরযৌবনা অভিনেত্রী রেখা এসেছিলেন তার প্রিয় কাঞ্জিভরম শাড়িতে। প্রিয়াঙ্কার ‘ফ্যাশন’ সিনেমার সহশিল্পী কঙ্গনা রনৌত এসেছিলেন মা ও বোনকে নিয়ে। এ সিনেমার জন্য দুই তারকা জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
প্রিয়াঙ্কা-নিকের অল্পদিন আগেই বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা এসেছিলেন কালো আউটফিটে।
বলিউডের অন্য তারকাদের মধ্যে ছিলেন এ আর রহমান, পরিণীতি চোপড়া, করণ জোহর, অনিল কাপুর, ববি দেওল, আনুশকা শর্মা, কায়রা আদভানি, সামিরা রেড্ডি, গীতা বাসরা, রাজকুমার রাও, পত্রলেখা, জায়রা ওয়াসিম, ডেভিড ধাওয়ান, পূজা হেগড়ে, রাভিনা ট্যান্ডন, বিবেক ওবেয়র ও তামান্না ভাটিয়া।
এসেছিলেন কাজল, স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে সঙ্গী করেছেন বিদ্যা বালান, ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। রিসেপশনে দেখা যায় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, পরিচালক মুকেশ ভাট ও ওম প্রকাশ মেহরাকে।
নীল শাড়িতে রীতিমতো আলো ছড়াচ্ছিলেন হেমা মালিনি। অন্যদিকে বাবা বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকে নিয়ে এসেছিলেন তুষার কাপুর।
স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে হাজির হন শহীদ কাপুর। ছিলেন জাহ্নবী কাপুরের মতো নবাগত মুখ।
ছিলেন ‘ফ্যাশন’ সিনেমার পরিচালক মাধুর ভান্ডারকর। শাবানা আজমীও। একসঙ্গে এসেছিলেন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলা।
যোধপুরের উমেদ ভবন প্রসাদে কিছুদিন আগে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১২:৫৫
বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাসের তৃতীয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে। বৃহস্পতিবার রাতে তাজ ল্যান্ডস এন্ড হোটেলের ওই আয়োজনে বলিউড তারকাদের ঢল নেমেছিল।
কইমই ডটকমের প্রতিবেদনে জানা যায়, রিসেপশনে সাদা আউটফিটে সেজেছিলেন প্রিয়াঙ্কার। নিক পরেছিলেন গাঢ় সবুজ স্যুট।
অনুষ্ঠানের অন্যতম চমক ছিলেন সালমান খান। ধারণা করা হয়েছিল, ‘ভারত’ সিনেমা ছেড়ে দেওয়ায় নায়িকার সঙ্গে ভাইজানের সম্পর্ক ভালো নয়। কিন্তু রিসেপশনে হাজির হয়ে গুঞ্জনে পানি ঢেলে দিলেন তিনি। আরও ছিলেন সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বলিউডের চিরযৌবনা অভিনেত্রী রেখা এসেছিলেন তার প্রিয় কাঞ্জিভরম শাড়িতে। প্রিয়াঙ্কার ‘ফ্যাশন’ সিনেমার সহশিল্পী কঙ্গনা রনৌত এসেছিলেন মা ও বোনকে নিয়ে। এ সিনেমার জন্য দুই তারকা জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
প্রিয়াঙ্কা-নিকের অল্পদিন আগেই বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা এসেছিলেন কালো আউটফিটে।
বলিউডের অন্য তারকাদের মধ্যে ছিলেন এ আর রহমান, পরিণীতি চোপড়া, করণ জোহর, অনিল কাপুর, ববি দেওল, আনুশকা শর্মা, কায়রা আদভানি, সামিরা রেড্ডি, গীতা বাসরা, রাজকুমার রাও, পত্রলেখা, জায়রা ওয়াসিম, ডেভিড ধাওয়ান, পূজা হেগড়ে, রাভিনা ট্যান্ডন, বিবেক ওবেয়র ও তামান্না ভাটিয়া।
এসেছিলেন কাজল, স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে সঙ্গী করেছেন বিদ্যা বালান, ছিলেন কিংবদন্তি গায়িকা আশা ভোসলে। রিসেপশনে দেখা যায় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, পরিচালক মুকেশ ভাট ও ওম প্রকাশ মেহরাকে।
নীল শাড়িতে রীতিমতো আলো ছড়াচ্ছিলেন হেমা মালিনি। অন্যদিকে বাবা বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্রকে নিয়ে এসেছিলেন তুষার কাপুর।
স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে হাজির হন শহীদ কাপুর। ছিলেন জাহ্নবী কাপুরের মতো নবাগত মুখ।
ছিলেন ‘ফ্যাশন’ সিনেমার পরিচালক মাধুর ভান্ডারকর। শাবানা আজমীও। একসঙ্গে এসেছিলেন ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলা।
যোধপুরের উমেদ ভবন প্রসাদে কিছুদিন আগে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।