‘রাজলক্ষ্মী’র টার্গেট ভালোবাসা দিবস
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:০৪
সেন্সর পেয়েছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’
দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের সামনে আসতে যাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। সপ্তাহ খানেক আগে ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জ্যোতি। এ ছবিতে তিনি রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন। শ্রীকান্তর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।
ছবি সেন্সর পাওয়ার খবরে আনন্দিত জ্যোতিকা জ্যোতি। ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে রাজলক্ষ্মী বলেন, ‘ছবিটি আগামী বছরের শুরুর দিকেই কলকাতায় মুক্তি পাবে। যতটুকু জানি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছে প্রযোজনা সংস্থা।’
বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে কলকাতায় মুক্তি পাক। তারপর বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।’
উল্লেখ্য প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:০৪

দীর্ঘ অপেক্ষার পর দর্শকদের সামনে আসতে যাচ্ছে জ্যোতিকা জ্যোতি অভিনীত ভারতীয় ছবি ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। সপ্তাহ খানেক আগে ছবিটি আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন জ্যোতি। এ ছবিতে তিনি রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন। শ্রীকান্তর ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।
ছবি সেন্সর পাওয়ার খবরে আনন্দিত জ্যোতিকা জ্যোতি। ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে রাজলক্ষ্মী বলেন, ‘ছবিটি আগামী বছরের শুরুর দিকেই কলকাতায় মুক্তি পাবে। যতটুকু জানি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করছে প্রযোজনা সংস্থা।’
বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগে কলকাতায় মুক্তি পাক। তারপর বাংলাদেশে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা করা হবে।’
উল্লেখ্য প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে।