টেলিভিশন চ্যানেল খুলছেন রজনীকান্ত
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২১:০৪
ডিসেম্বর রাজনীতিতে নাম লেখানো এই জনপ্রিয় অভিনেতার আসল নাম শিবাজি রাও। ছবি: ফেসবুক
দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত নিজস্ব টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছেন। এনডিটিভি জানিয়েছে, রজনীকান্তের নেতৃত্বাধীন ‘রজনী মাক্কাল মন্দ্রম’ পার্টির আহ্বায়ক ভিএম সুধাঙ্করণকে টিভি চ্যানেলের নাম নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
প্রাথমিকভাবে তিনি তিনটি নাম নির্বাচন করেছেন। সুপারস্টার টিভি, রজনী টিভি এবং থালাইভার টিভি। সুধাঙ্করণ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন।
গত ডিসেম্বর রাজনীতিতে নাম লেখানো এই জনপ্রিয় অভিনেতার আসল নাম শিবাজি রাও। জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, ভারতের বেঙ্গালুরুতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ তাঁর প্রথম ছবি। অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। বাসের হেলপার হিসেবে কাজ করা অবস্থায় নাটকে টুকটাক অভিনয় করতেন।
১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারকা বনে যান। তিনি ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২১:০৪

দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত নিজস্ব টেলিভিশন চ্যানেল চালু করতে যাচ্ছেন। এনডিটিভি জানিয়েছে, রজনীকান্তের নেতৃত্বাধীন ‘রজনী মাক্কাল মন্দ্রম’ পার্টির আহ্বায়ক ভিএম সুধাঙ্করণকে টিভি চ্যানেলের নাম নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
প্রাথমিকভাবে তিনি তিনটি নাম নির্বাচন করেছেন। সুপারস্টার টিভি, রজনী টিভি এবং থালাইভার টিভি। সুধাঙ্করণ বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন।
গত ডিসেম্বর রাজনীতিতে নাম লেখানো এই জনপ্রিয় অভিনেতার আসল নাম শিবাজি রাও। জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, ভারতের বেঙ্গালুরুতে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ তাঁর প্রথম ছবি। অসচ্ছল জীবনের সঙ্গে লড়াই করে শৈশব কাটিয়েছেন। বাসের হেলপার হিসেবে কাজ করা অবস্থায় নাটকে টুকটাক অভিনয় করতেন।
১৯৭৩ সালে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের ওপর ডিপ্লোমা করার জন্য মাদ্রাজে আসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় তারকা বনে যান। তিনি ২০০০ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ অর্জন করেন।