অর্জুন রামপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৫
১২ শতাংশ সুদে এক কোটি টাকা লোন নেন রামপাল। ছবি: ফেসবুক
ধার করা টাকা শোধ না করায় ফৌজদারি মামলার জালে জড়িয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। ডেকান ক্রনিকল জানিয়েছে, ওয়াইটি এন্টারটেইনমেন্টের কাছ থেকে বছরে ১২ শতাংশ সুদে এক কোটি টাকা লোন নেন রামপাল।
৯ মে তিনি টাকাগুলো ধার নেন। ৯০ দিনের মধ্যে সেটি শোধ করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটিকে তিনি যে চেক দেন, সেটি ব্যাংকে কার্যকর হয়নি। এরপর মামলা করার সিদ্ধান্ত নেয় ওয়াইটি।
কারো সঙ্গে প্রতারণা করলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই ধারায়ই ফাঁসছেন বলিউডের নামকরা এই অভিনেতা।
রামপাল এখন থেকে যত ছবি করবেন, যত আয় করবেন সেখান থেকে বছরে একটি অংশ দাবি করেছে টাকা ধার দেয়া প্রতিষ্ঠানটি। যতদিন তাদের পাওনা শোধ না হয়, ততদিন এভাবে চলতে থাকবে।
মামলার বিষয়ে অর্জুন বিস্তারিত কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, “আদালতের বিষয় আদালতে দেখবো।”
এর আগে নিজস্ব পানশালা ও নৈশক্লাবের বিশাল অঙ্কের ভাড়া বাকি পড়ায় তার বিরুদ্ধে মামলা করে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। রাজধানী দিল্লিতে প্রতিষ্ঠানটির পাঁচ তারকা হোটেল সম্রাটে ২০০৯ সাল থেকে ল্যাপ নামের বিলাসবহুল পানশালা ও নৈশক্লাব চালাচ্ছেন অর্জুন রামপাল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৫

ধার করা টাকা শোধ না করায় ফৌজদারি মামলার জালে জড়িয়েছেন অভিনেতা অর্জুন রামপাল। ডেকান ক্রনিকল জানিয়েছে, ওয়াইটি এন্টারটেইনমেন্টের কাছ থেকে বছরে ১২ শতাংশ সুদে এক কোটি টাকা লোন নেন রামপাল।
৯ মে তিনি টাকাগুলো ধার নেন। ৯০ দিনের মধ্যে সেটি শোধ করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটিকে তিনি যে চেক দেন, সেটি ব্যাংকে কার্যকর হয়নি। এরপর মামলা করার সিদ্ধান্ত নেয় ওয়াইটি।
কারো সঙ্গে প্রতারণা করলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই ধারায়ই ফাঁসছেন বলিউডের নামকরা এই অভিনেতা।
রামপাল এখন থেকে যত ছবি করবেন, যত আয় করবেন সেখান থেকে বছরে একটি অংশ দাবি করেছে টাকা ধার দেয়া প্রতিষ্ঠানটি। যতদিন তাদের পাওনা শোধ না হয়, ততদিন এভাবে চলতে থাকবে।
মামলার বিষয়ে অর্জুন বিস্তারিত কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, “আদালতের বিষয় আদালতে দেখবো।”
এর আগে নিজস্ব পানশালা ও নৈশক্লাবের বিশাল অঙ্কের ভাড়া বাকি পড়ায় তার বিরুদ্ধে মামলা করে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড। রাজধানী দিল্লিতে প্রতিষ্ঠানটির পাঁচ তারকা হোটেল সম্রাটে ২০০৯ সাল থেকে ল্যাপ নামের বিলাসবহুল পানশালা ও নৈশক্লাব চালাচ্ছেন অর্জুন রামপাল।