প্রিয়াঙ্কা-দীপিকা-রণবীরের ‘পিঙ্গা’ নাচ ভাইরাল
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১০:৪২
বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাসের তৃতীয় বিবাহোত্তর সংবর্ধনা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে জমকালো এ আয়োজনে বলিউড তারকাদের ঢল নেমেছিল।
ওই সংবর্ধনায় একটি নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে প্রিয়াঙ্কা নাচছেন। বাজিরাও মাস্তানি ছবির ‘পিঙ্গা’ গানের তালে তালে নাচছিলেন। এসময় তাদের সঙ্গে তাল মেলান রণবীর সিং, যদিও ছবিতে ওই গানে রণবীরের ভূমিকা ছিল না।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি ২০১৫ সালের ইতিহাস আশ্রিত মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। নাগনাথ এস. ইনামদার রচিত রাউ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ছবিতে মহারাষ্ট্রিয়ান উৎসবে ‘পিঙ্গা’ গানের সঙ্গে নাচেন দীপিকা ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের সংবর্ধনায় আবারো তারা ‘পিঙ্গা’ গানের তালে মাতলেন।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন
প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তৃতীয় সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সালমান খান। আরও ছিলেন, সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বলিউডের অন্য তারকাদের মধ্যে ছিলেন, এ আর রহমান, পরিণীতি চোপড়া, করণ জোহর, অনিল কাপুর, ববি দেওল, আনুশকা শর্মা, কায়রা আদভানি, সামিরা রেড্ডি, গীতা বাসরা, রাজকুমার রাও, পত্রলেখা, জায়রা ওয়াসিম, ডেভিড ধাওয়ান, পূজা হেগড়ে, রাভিনা ট্যান্ডন, বিবেক ওবেয়র ও তামান্না ভাটিয়া।
গত ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রসাদে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১০:৪২

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান পপ গায়ক নিক জোনাসের তৃতীয় বিবাহোত্তর সংবর্ধনা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে জমকালো এ আয়োজনে বলিউড তারকাদের ঢল নেমেছিল।
ওই সংবর্ধনায় একটি নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে প্রিয়াঙ্কা নাচছেন। বাজিরাও মাস্তানি ছবির ‘পিঙ্গা’ গানের তালে তালে নাচছিলেন। এসময় তাদের সঙ্গে তাল মেলান রণবীর সিং, যদিও ছবিতে ওই গানে রণবীরের ভূমিকা ছিল না।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি ২০১৫ সালের ইতিহাস আশ্রিত মহাকাব্যিক নাট্য চলচ্চিত্র। নাগনাথ এস. ইনামদার রচিত রাউ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে পেশওয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
ছবিতে মহারাষ্ট্রিয়ান উৎসবে ‘পিঙ্গা’ গানের সঙ্গে নাচেন দীপিকা ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের সংবর্ধনায় আবারো তারা ‘পিঙ্গা’ গানের তালে মাতলেন।
ভিডিওটি দেখতে লিংকে ক্লিক করুন
প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তৃতীয় সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সালমান খান। আরও ছিলেন, সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
বলিউডের অন্য তারকাদের মধ্যে ছিলেন, এ আর রহমান, পরিণীতি চোপড়া, করণ জোহর, অনিল কাপুর, ববি দেওল, আনুশকা শর্মা, কায়রা আদভানি, সামিরা রেড্ডি, গীতা বাসরা, রাজকুমার রাও, পত্রলেখা, জায়রা ওয়াসিম, ডেভিড ধাওয়ান, পূজা হেগড়ে, রাভিনা ট্যান্ডন, বিবেক ওবেয়র ও তামান্না ভাটিয়া।
গত ২ ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রসাদে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক।