নাটালি পোর্টম্যান বললেন, খবরটি সত্য নয়
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩
‘স্টার ওয়ার্স’ প্রিক্যুয়াল সিরিজের তিন সিনেমায় অভিনয় করেন নাটালি পোর্টম্যান। ছবি: ফেসবুক থেকে
ছায়াপথ থেকে ছায়াপথে মানুষের ঘুরে বেড়ানোর গল্প ‘স্টার ওয়ার্স’। সেই গল্পে আর কি থাকছেন নাটালি পোর্টম্যান? ভক্তরা বলেন, তাকে আবারও দেখা যাবে। কিন্তু অস্কারজয়ী অভিনেত্রী বললেন, খবরটি সত্য নয়।
এ সিরিজের তিন সিনেমায় পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা পান নাটালি। শোনা যাচ্ছে ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ সিনেমায় ফিরছেন তিনি। যদিও এ ধরনের কোনো খবর নাটালির কাছে যায়নি।
নাটালি অভিনীত সিনেমাগুলো মূলত সিরিজের প্রিক্যুয়াল ট্রিলজির অংশ। এই কাল্ট সাই-ফাই সিরিজের ভক্তরা বলছেন, নতুন সিনেমায় ইসরায়েলি বংশোদ্ভূত এ নায়িকাকে আবার দেখা যাবে।
সোশ্যাল মিডিয়া ও নানান ফোরামে এ সংবাদ ছড়ালে মুখ খুলতে বাধ্য হন নাটালি- এমনটা জানায় বাজফিড নিউজ।
সংবাদমাধ্যমকে নাটালি পোর্টম্যান বলেন, “আসলেই? আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আমার অনুমান খবরটি সত্য নয়। কারণ এ বিষয়ে এখনো জানি না।”
নাটালির কথা সত্য বলেই ধরে নিতে হচ্ছে। কারণ সবকিছু পরিকল্পনা মতে চললে ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ মুক্তি পাবে ২০১৯ সালের ২০ ডিসেম্বর। যদি তিনি সিনেমাটিতে যুক্ত হন, তবে এখনই জানার কথা।
চলতি বছরে নাটালি পোর্টম্যানকে তিন সিনেমায় দেখা গেছে- এনাইহিলেশন, ভক্স লাক্স এবং দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ. ডোনোভনে। হাজির হয়েছিলেন টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ। শুটিং শেষ করেছেন ‘লুসি ইন দ্য স্কাই’ সিনেমার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩

ছায়াপথ থেকে ছায়াপথে মানুষের ঘুরে বেড়ানোর গল্প ‘স্টার ওয়ার্স’। সেই গল্পে আর কি থাকছেন নাটালি পোর্টম্যান? ভক্তরা বলেন, তাকে আবারও দেখা যাবে। কিন্তু অস্কারজয়ী অভিনেত্রী বললেন, খবরটি সত্য নয়।
এ সিরিজের তিন সিনেমায় পাদমে আমিদালা চরিত্রে অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা পান নাটালি। শোনা যাচ্ছে ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ সিনেমায় ফিরছেন তিনি। যদিও এ ধরনের কোনো খবর নাটালির কাছে যায়নি।
নাটালি অভিনীত সিনেমাগুলো মূলত সিরিজের প্রিক্যুয়াল ট্রিলজির অংশ। এই কাল্ট সাই-ফাই সিরিজের ভক্তরা বলছেন, নতুন সিনেমায় ইসরায়েলি বংশোদ্ভূত এ নায়িকাকে আবার দেখা যাবে।
সোশ্যাল মিডিয়া ও নানান ফোরামে এ সংবাদ ছড়ালে মুখ খুলতে বাধ্য হন নাটালি- এমনটা জানায় বাজফিড নিউজ।
সংবাদমাধ্যমকে নাটালি পোর্টম্যান বলেন, “আসলেই? আমি তো এ বিষয়ে কিছুই জানি না। আমার অনুমান খবরটি সত্য নয়। কারণ এ বিষয়ে এখনো জানি না।”
নাটালির কথা সত্য বলেই ধরে নিতে হচ্ছে। কারণ সবকিছু পরিকল্পনা মতে চললে ‘স্টার ওয়ার্স : এপিসোড নাইন’ মুক্তি পাবে ২০১৯ সালের ২০ ডিসেম্বর। যদি তিনি সিনেমাটিতে যুক্ত হন, তবে এখনই জানার কথা।
চলতি বছরে নাটালি পোর্টম্যানকে তিন সিনেমায় দেখা গেছে- এনাইহিলেশন, ভক্স লাক্স এবং দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ. ডোনোভনে। হাজির হয়েছিলেন টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ। শুটিং শেষ করেছেন ‘লুসি ইন দ্য স্কাই’ সিনেমার।