মারা গেলেন ভারতীয় সিরিয়ালের গৌতম দে
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৮
ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গৌতম দে আর নেই। কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ক্যানসারে ভুগে তিনি সোমবার স্থানীয় সময় ৭টার দিকে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ইন্দর সেন পরিচালিত সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন গৌতম। কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।
জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন গৌতম। তার প্রচার চলতি সিরিয়ালের মধ্যে রয়েছে রানি রাসমণি ও হৃদয়হরণ বিএ পাস। আরও অভিনয় করেছেন কুসুমদোলা, তিথির অতিথি, এ কোন সকাল, লাবণ্যের সংসারের মতো পরিচিত সিরিজে।
দীর্ঘ দিন থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম। মঞ্চে তার আলোচিত নাটক হলো সাবাস পেটোপাঁচু, দম্পতি ও বৈশাখী ঝড়।
মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন গৌতম দে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৮

ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গৌতম দে আর নেই। কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ক্যানসারে ভুগে তিনি সোমবার স্থানীয় সময় ৭টার দিকে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ইন্দর সেন পরিচালিত সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন গৌতম। কাজ করেছেন রবি ঘোষ, মনোজ মিত্র, দুলাল লাহিড়ি, দিলীপ রায়, লিলি চক্রবর্তী, শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে।
জনপ্রিয় সিরিয়াল ‘জন্মভূমি’তে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন গৌতম। তার প্রচার চলতি সিরিয়ালের মধ্যে রয়েছে রানি রাসমণি ও হৃদয়হরণ বিএ পাস। আরও অভিনয় করেছেন কুসুমদোলা, তিথির অতিথি, এ কোন সকাল, লাবণ্যের সংসারের মতো পরিচিত সিরিজে।
দীর্ঘ দিন থিয়েটারে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন গৌতম। মঞ্চে তার আলোচিত নাটক হলো সাবাস পেটোপাঁচু, দম্পতি ও বৈশাখী ঝড়।
মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন গৌতম দে।