প্রেম ছিল, ভেঙে গেছে
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩৯
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা রানা ডগ্গুবতী ও তৃষা কৃষ্ণাণ
রানা ডগ্গুবতী ও তৃষা কৃষ্ণাণ দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। বলিউডেও তারা পরিচিত মুখ। তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন ছিল শোবিজে।
বলিউড লাইফ জানায়, সম্প্রতি রানা স্বীকার করেছেন তৃষার সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে তাদের ব্রেকআপের কারণ সম্পর্কে জানা যায়নি।
জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজনের অতিথি হয়েছিলেন ‘বাহুবলি’ সিনেমার এ খলনায়ক। সেখানে সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি।
সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন-রানা একা কিনা? উত্তরে জানান, তিনি একা। তৃষার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রানা।
পরে বলেন, “এক দশক ধরে সে আমার বন্ধু। আমরা দীর্ঘ সময়ের বন্ধু এবং প্রেমও করেছি। কিন্তু সেটা বেশি দিন টেকেনি।”
যদিও রানা বলেছেন তারা এখনো বন্ধু। কিন্তু তার কণ্ঠে ছিল বিষাদের ছোঁয়া।
অনুষ্ঠানে আরও ছিলেন ‘বাহুবলি’ সিনেমার পরিচালক এসএস রাজামৌলি ও নায়ক প্রভাস।
সেখানে দুই অভিনেতার বিয়ে নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। রাজামৌলি জানান, তার ধারণা প্রভাসের আগেই বিয়ে করবেন রানা ডগ্গুবতী। কারণ এ অভিনেতা চিন্তার দিক থেকে বেশ গোছালো। সবকিছুই পরিকল্পনা মতো করেন।
একই অনুষ্ঠানে প্রভাস ও আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন নিয়ে কথা ওঠে। বরাবরের মতোই বিষয়টি অস্বীকার করেন ‘সাহো’ তারকা। জানান, তারা ভালো বন্ধু।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:৩৯

রানা ডগ্গুবতী ও তৃষা কৃষ্ণাণ দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। বলিউডেও তারা পরিচিত মুখ। তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন ছিল শোবিজে।
বলিউড লাইফ জানায়, সম্প্রতি রানা স্বীকার করেছেন তৃষার সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে তাদের ব্রেকআপের কারণ সম্পর্কে জানা যায়নি।
জনপ্রিয় সেলিব্রিটি শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ সিজনের অতিথি হয়েছিলেন ‘বাহুবলি’ সিনেমার এ খলনায়ক। সেখানে সম্পর্ক নিয়ে মুখ খোলেন তিনি।
সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন-রানা একা কিনা? উত্তরে জানান, তিনি একা। তৃষার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রানা।
পরে বলেন, “এক দশক ধরে সে আমার বন্ধু। আমরা দীর্ঘ সময়ের বন্ধু এবং প্রেমও করেছি। কিন্তু সেটা বেশি দিন টেকেনি।”
যদিও রানা বলেছেন তারা এখনো বন্ধু। কিন্তু তার কণ্ঠে ছিল বিষাদের ছোঁয়া।

অনুষ্ঠানে আরও ছিলেন ‘বাহুবলি’ সিনেমার পরিচালক এসএস রাজামৌলি ও নায়ক প্রভাস।
সেখানে দুই অভিনেতার বিয়ে নিয়ে প্রশ্ন করেন করণ জোহর। রাজামৌলি জানান, তার ধারণা প্রভাসের আগেই বিয়ে করবেন রানা ডগ্গুবতী। কারণ এ অভিনেতা চিন্তার দিক থেকে বেশ গোছালো। সবকিছুই পরিকল্পনা মতো করেন।
একই অনুষ্ঠানে প্রভাস ও আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন নিয়ে কথা ওঠে। বরাবরের মতোই বিষয়টি অস্বীকার করেন ‘সাহো’ তারকা। জানান, তারা ভালো বন্ধু।