দীপিকাকে নিয়ে মন্তব্যে নেটিজেনদের মন জয় রণবীরের
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৮
বলিউড দম্পতি দীপিকা ও রণবীর। ছবি: এনডিটিভি
ভারতের বহুল আলোচিত এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয়ে থাকছেন দীপিকা পাডুকোন। সিনেমার নাম ‘ছাপ্পাক’ এ খবর এখন আর নতুন নয় তার ভক্তদের কাছে।
ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দীপিকা নিজেই জানাচ্ছেন ছাপ্পাকের আপডেট। সেখানেই মন্তব্য করেছেন স্বামী রণবীর সিং। আর ওই মন্তব্যে স্ত্রী দীপিকার সঙ্গে মন জিতে নিয়েছেন নেটিজেনদের।
রণবীর স্ত্রীকে উদ্দেশ করে লিখেন, ‘প্রাউড অব ইউ, বেবি’। এই এক বাক্যই ছড়িয়ে যায় তার অসংখ্য ভক্তদের মাঝে। শুধু স্ত্রী নন, তিনি মন জয় করে নিয়েছেন তাদেরও।
এনডিটিভি জানায়, সোমবার ৩২ বছর বয়সী বলিউড নায়িকা দীপিকা ইনস্টাগ্রামে ছাপ্পাক সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, এ হচ্ছে এক মানসিক যুদ্ধ জয়ের কাহিনী। সেই সঙ্গে প্রশ্নাতীত জীবনের অনুপ্রেরণার। সেখানেই মন্তব্যে স্বামী রণবীর স্ত্রীকে অনুপ্রেরণা দিতে লিখেন, তাকে নিয়ে তিনি গর্বিত।
রণবীরের ভক্তরা তার ওই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা অনেকেই লিখেন, ‘তুমি অসাধারণ- ইউ হ্যাভ মাই হার্ট’।
প্রসঙ্গত, ১৫ বছর বয়সে বর্বরোচিত এসিড হামলার শিকার হয়েছিলেন লক্ষ্মী। এক দুর্বিষহ জীবনযুদ্ধ শেষে তিনি এখন ভারতের মানুষের জন্য এক অনুপ্রেরণামূলক চরিত্র। স্বাভাবিক অবস্থায় ফিরে তিনি এখন কাজ করছেন এসিড আক্রান্তদের সহায়তায়। প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসিড সন্ত্রাস বন্ধে।
লক্ষ্মীর এই কাজে স্বীকৃতি দিতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সরকার তাকে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান করে। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা পুরস্কার তুলে দেন এই সাহসী নারীর হাতে।
লক্ষ্মী আগরওয়ালের জীবনীভিত্তিক ছাপ্পাক সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেঘনা গুলজার। এই সিনেমায় শুধু লক্ষ্মীর ভূমিকায় অভিনয়ই করবেন না দীপিকা পাড়ুকোন, প্রযোজনাও করবেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১০:৩৮

ভারতের বহুল আলোচিত এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয়ে থাকছেন দীপিকা পাডুকোন। সিনেমার নাম ‘ছাপ্পাক’ এ খবর এখন আর নতুন নয় তার ভক্তদের কাছে।
ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দীপিকা নিজেই জানাচ্ছেন ছাপ্পাকের আপডেট। সেখানেই মন্তব্য করেছেন স্বামী রণবীর সিং। আর ওই মন্তব্যে স্ত্রী দীপিকার সঙ্গে মন জিতে নিয়েছেন নেটিজেনদের।
রণবীর স্ত্রীকে উদ্দেশ করে লিখেন, ‘প্রাউড অব ইউ, বেবি’। এই এক বাক্যই ছড়িয়ে যায় তার অসংখ্য ভক্তদের মাঝে। শুধু স্ত্রী নন, তিনি মন জয় করে নিয়েছেন তাদেরও।
এনডিটিভি জানায়, সোমবার ৩২ বছর বয়সী বলিউড নায়িকা দীপিকা ইনস্টাগ্রামে ছাপ্পাক সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, এ হচ্ছে এক মানসিক যুদ্ধ জয়ের কাহিনী। সেই সঙ্গে প্রশ্নাতীত জীবনের অনুপ্রেরণার। সেখানেই মন্তব্যে স্বামী রণবীর স্ত্রীকে অনুপ্রেরণা দিতে লিখেন, তাকে নিয়ে তিনি গর্বিত।
রণবীরের ভক্তরা তার ওই মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা অনেকেই লিখেন, ‘তুমি অসাধারণ- ইউ হ্যাভ মাই হার্ট’।
প্রসঙ্গত, ১৫ বছর বয়সে বর্বরোচিত এসিড হামলার শিকার হয়েছিলেন লক্ষ্মী। এক দুর্বিষহ জীবনযুদ্ধ শেষে তিনি এখন ভারতের মানুষের জন্য এক অনুপ্রেরণামূলক চরিত্র। স্বাভাবিক অবস্থায় ফিরে তিনি এখন কাজ করছেন এসিড আক্রান্তদের সহায়তায়। প্রচারণা চালিয়ে যাচ্ছেন এসিড সন্ত্রাস বন্ধে।
লক্ষ্মীর এই কাজে স্বীকৃতি দিতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র সরকার তাকে ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ’ পুরস্কার প্রদান করে। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা পুরস্কার তুলে দেন এই সাহসী নারীর হাতে।
লক্ষ্মী আগরওয়ালের জীবনীভিত্তিক ছাপ্পাক সিনেমা নির্মাণ করছেন পরিচালক মেঘনা গুলজার। এই সিনেমায় শুধু লক্ষ্মীর ভূমিকায় অভিনয়ই করবেন না দীপিকা পাড়ুকোন, প্রযোজনাও করবেন তিনি।