অ্যাংরি বার্ডস সিনেমায় নিকি মিনাজ
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৬
সিনেমায় আগেও কণ্ঠ দিয়েছেন গানের জন্য একাধিক পুরস্কারজয়ী নিকি মিনাজ। ছবি: ফেসবুক থেকে
ত্রিনিদাদের বংশোদ্ভূত আমেরিকান র্যাপার নিকি মিনাজ ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি’র অংশ হতে যাচ্ছেন। ভ্যারাইটি ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে এ গায়িকাকে শোনা যাবে।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, প্রথম কিস্তির মতো এ পর্বেও ফিরছেন জেসন সুডিকিস, জশ গাড, বিল হার্ডার, ড্যানি ম্যাকব্রাই্ব ও পিটার ডিঙ্কলেগসহ অনেকে। তবে নিকি কোন চরিত্রে কণ্ঠ দেবেন জানা যায়নি।
‘দ্য অ্যাংরি বার্ডস মুভি টু’ পরিচালনা করছেন থ্রুপ ভন অরম্যান। তার সঙ্গে আছে জন রাইস।
সিরিজটি নির্মিত হচ্ছে একই নামের জনপ্রিয় ভিডিও গেমের অনুকরণে। নতুন সিনেমাটি মুক্তি পাবে অ্যাংরি বার্ডস গেম প্রকাশের এক দশক পূর্তি উপলক্ষে।
গেমটি ৪০০ কোটির বেশিবার অনলাইন থেকে ডাউনলোড করা হয়েছে।
‘দ্য অ্যাংরি বার্ডস’ মুক্তি পায় ২০১৬ সালে। ৭.৩ কোটি ডলার বাজেটের বিপরীতে বিশ্বব্যাপী আয় করে ৩৫ কোটি ডলার। এর মধ্যে স্থানীয় বাজার থেকে পৌনে ১১ কোটি ডলার তুলে নেয় কম্পিউটার এনিমেটেড কমেডি সিনেমাটি।
নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালের ১৬ আগস্ট।
এ দিকে সিনেমায় আগেও কণ্ঠ দিয়েছেন গানের জন্য একাধিক পুরস্কারজয়ী নিকি মিনাজ। এর মধ্যে রয়েছে জনপ্রিয় আইস এইজ: কন্টিনেন্টাল ড্রিফট, দ্য আদার ওম্যান ও বারবারশপ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১১:৪৬

ত্রিনিদাদের বংশোদ্ভূত আমেরিকান র্যাপার নিকি মিনাজ ‘দ্য অ্যাংরি বার্ডস মুভি’র অংশ হতে যাচ্ছেন। ভ্যারাইটি ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে এ গায়িকাকে শোনা যাবে।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়, প্রথম কিস্তির মতো এ পর্বেও ফিরছেন জেসন সুডিকিস, জশ গাড, বিল হার্ডার, ড্যানি ম্যাকব্রাই্ব ও পিটার ডিঙ্কলেগসহ অনেকে। তবে নিকি কোন চরিত্রে কণ্ঠ দেবেন জানা যায়নি।
‘দ্য অ্যাংরি বার্ডস মুভি টু’ পরিচালনা করছেন থ্রুপ ভন অরম্যান। তার সঙ্গে আছে জন রাইস।
সিরিজটি নির্মিত হচ্ছে একই নামের জনপ্রিয় ভিডিও গেমের অনুকরণে। নতুন সিনেমাটি মুক্তি পাবে অ্যাংরি বার্ডস গেম প্রকাশের এক দশক পূর্তি উপলক্ষে।
গেমটি ৪০০ কোটির বেশিবার অনলাইন থেকে ডাউনলোড করা হয়েছে।
‘দ্য অ্যাংরি বার্ডস’ মুক্তি পায় ২০১৬ সালে। ৭.৩ কোটি ডলার বাজেটের বিপরীতে বিশ্বব্যাপী আয় করে ৩৫ কোটি ডলার। এর মধ্যে স্থানীয় বাজার থেকে পৌনে ১১ কোটি ডলার তুলে নেয় কম্পিউটার এনিমেটেড কমেডি সিনেমাটি।
নতুন সিনেমাটি মুক্তি পাবে ২০১৯ সালের ১৬ আগস্ট।
এ দিকে সিনেমায় আগেও কণ্ঠ দিয়েছেন গানের জন্য একাধিক পুরস্কারজয়ী নিকি মিনাজ। এর মধ্যে রয়েছে জনপ্রিয় আইস এইজ: কন্টিনেন্টাল ড্রিফট, দ্য আদার ওম্যান ও বারবারশপ।