এক সিনেমায় দুই শ্রদ্ধা
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৬
বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। ছবি: ফেসবুক থেকে
‘স্ত্রী’ সিনেমায় অভিনয় করে ফর্মে ফিরলেন শ্রদ্ধা কাপুর। সেই রেশ না কাটতেই পুরোপুরি ভিন্ন অবতারে হাজির হচ্ছেন ‘ছিছোর’ সিনেমায়। এর আগে এমন লুকে দেখা যায়নি শক্তি কাপুরের মেয়েকে।
‘ছিছোর’ পরিচালনা করেছেন ‘দঙ্গল’-খ্যাত নিতেশ তাওয়ারি। এবারই তার সঙ্গে প্রথমবার কাজ করছেন শ্রদ্ধা। এ সিনেমায় তার বিপরীতে আছেন সুশান্ত সিং রাজপুত।
সুশান্তের বিপরীতে আগেও কয়েকবার শ্রদ্ধার অভিনয়ের খবর প্রকাশ হয়। এমনও বলা হয় হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র রিমেকে জুটি হবেন তারা।
সম্প্রতি প্রকাশ হয়েছে ‘ছিছোর’র প্রথম পোস্টার। সেখানে নব্বই দশকের স্টাইলে ছোট চুলের স্পোর্টি মেজাজে দেখা যায় একটি লুকে। অন্যটিতে শাড়ি পরা মধ্যবয়সী নারীর প্রচলিত লুক। তবে পোস্টারে একসঙ্গে হলেও এ নায়িকাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে কিনা জানা যায়নি।
এর আগে শ্রদ্ধার ‘স্ত্রী’ লুক দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। সেখানে নায়িকাকে লম্বা চুলে দেখা যায়।
বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘আশিকি টু’ অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে ‘বাহুবলি’ তারকা প্রভাসের বিপরীতে ‘সাহো’। সিনেমাটি নির্মিত হয়েছে তিন ভাষায়। এছাড়া ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৬

‘স্ত্রী’ সিনেমায় অভিনয় করে ফর্মে ফিরলেন শ্রদ্ধা কাপুর। সেই রেশ না কাটতেই পুরোপুরি ভিন্ন অবতারে হাজির হচ্ছেন ‘ছিছোর’ সিনেমায়। এর আগে এমন লুকে দেখা যায়নি শক্তি কাপুরের মেয়েকে।
‘ছিছোর’ পরিচালনা করেছেন ‘দঙ্গল’-খ্যাত নিতেশ তাওয়ারি। এবারই তার সঙ্গে প্রথমবার কাজ করছেন শ্রদ্ধা। এ সিনেমায় তার বিপরীতে আছেন সুশান্ত সিং রাজপুত।
সুশান্তের বিপরীতে আগেও কয়েকবার শ্রদ্ধার অভিনয়ের খবর প্রকাশ হয়। এমনও বলা হয় হলিউড সিনেমা ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র রিমেকে জুটি হবেন তারা।
সম্প্রতি প্রকাশ হয়েছে ‘ছিছোর’র প্রথম পোস্টার। সেখানে নব্বই দশকের স্টাইলে ছোট চুলের স্পোর্টি মেজাজে দেখা যায় একটি লুকে। অন্যটিতে শাড়ি পরা মধ্যবয়সী নারীর প্রচলিত লুক। তবে পোস্টারে একসঙ্গে হলেও এ নায়িকাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে কিনা জানা যায়নি।
এর আগে শ্রদ্ধার ‘স্ত্রী’ লুক দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছিল। সেখানে নায়িকাকে লম্বা চুলে দেখা যায়।

বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘আশিকি টু’ অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় আছে ‘বাহুবলি’ তারকা প্রভাসের বিপরীতে ‘সাহো’। সিনেমাটি নির্মিত হয়েছে তিন ভাষায়। এছাড়া ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে।