আমিরের সঙ্গে ফাতিমার প্রেম
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:১২
আমির খান ও ফাতিমা সানা শেখ। ছবি: ফেসবুক থেকে
আমির খানের মেয়ে চরিত্রে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করেন ফাতিমা সানা শেখ। এর পর তারা পরস্পরের বিপরীতে অভিনয় করেন ‘থাগস অব হিন্দুস্তান’-এ। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের ডালপালা গজাতে সময় লাগেনি।
সম্প্রতি এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফাতিমা। তিনি বলেন, “এ নিয়ে আমি কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।”
শোনা যায়, ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে ফাতিমাকে নেওয়ার কারণ আমির খান। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসকে নবাগত নায়িকার ওপর ভরসা রাখতে বলেন। এ ছাড়া চরিত্রের বিচারে সিনেমায় একরকম কোণঠাসা ছিলেন অন্য নায়িকা ক্যাটরিনা কাইফ।
প্রায়শই আমির-ফাতিমাকে একসঙ্গেও জনসমক্ষে দেখা যায়। এ নিয়ে মিস্টার পারফেকশনিস্ট মুখ না খুললেও ফাতিমা কথা না বলে থাকতে পারলেন না।
এমন গুঞ্জনে ভেঙে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী। ‘থাগস অর হিন্দুস্তান’ মুক্তির পর এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে বলেন, “একদিন আমার মা বললেন ‘পত্রিকায় তোমার ছবি বেরিয়েছে, আর খবরের শিরোনামে কী লেখা হয়েছে সেটা দেখো,’ আমি খবরটা পড়ে খুব ভেঙে পড়ি। পরে অনুভব করি নিজেকে ব্যাখ্যা দেওয়ার কারণে এমন রটছে।”
তিনি বলেন, “যদি আপনি আক্রমণাত্মক হন, তবে আক্রমণ করবেন। আর যদি নমনীয় হন, তবে বিষয়টা নিয়ে কথা বলবেন। কিন্তু এখন আর আমি ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ বুঝে গিয়েছি, মানুষের কাজ কথা বলা, তারা বলবেন।”
‘দঙ্গল’-এর আগে বেশ কিছু হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেন ফাতিমা। ওই সব সিনেমায় তাকে ছোট চরিত্রে দেখা যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:১২

আমির খানের মেয়ে চরিত্রে ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করেন ফাতিমা সানা শেখ। এর পর তারা পরস্পরের বিপরীতে অভিনয় করেন ‘থাগস অব হিন্দুস্তান’-এ। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের ডালপালা গজাতে সময় লাগেনি।
সম্প্রতি এ নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ফাতিমা। তিনি বলেন, “এ নিয়ে আমি কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না।”
শোনা যায়, ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে ফাতিমাকে নেওয়ার কারণ আমির খান। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মসকে নবাগত নায়িকার ওপর ভরসা রাখতে বলেন। এ ছাড়া চরিত্রের বিচারে সিনেমায় একরকম কোণঠাসা ছিলেন অন্য নায়িকা ক্যাটরিনা কাইফ।
প্রায়শই আমির-ফাতিমাকে একসঙ্গেও জনসমক্ষে দেখা যায়। এ নিয়ে মিস্টার পারফেকশনিস্ট মুখ না খুললেও ফাতিমা কথা না বলে থাকতে পারলেন না।
এমন গুঞ্জনে ভেঙে পড়েছিলেন বলে জানান অভিনেত্রী। ‘থাগস অর হিন্দুস্তান’ মুক্তির পর এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে বলেন, “একদিন আমার মা বললেন ‘পত্রিকায় তোমার ছবি বেরিয়েছে, আর খবরের শিরোনামে কী লেখা হয়েছে সেটা দেখো,’ আমি খবরটা পড়ে খুব ভেঙে পড়ি। পরে অনুভব করি নিজেকে ব্যাখ্যা দেওয়ার কারণে এমন রটছে।”
তিনি বলেন, “যদি আপনি আক্রমণাত্মক হন, তবে আক্রমণ করবেন। আর যদি নমনীয় হন, তবে বিষয়টা নিয়ে কথা বলবেন। কিন্তু এখন আর আমি ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ বুঝে গিয়েছি, মানুষের কাজ কথা বলা, তারা বলবেন।”
‘দঙ্গল’-এর আগে বেশ কিছু হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেন ফাতিমা। ওই সব সিনেমায় তাকে ছোট চরিত্রে দেখা যায়।