শিবসেনা প্রতিষ্ঠাতার বায়োপিকে সংলাপ জটিলতা (ট্রেলার)
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৭
বাল ঠাকরের চরিত্রে নওয়াজুদ্দীন সিদ্দিকী। ছবি: টুইটার থেকে
ভারতের উগ্র জাতীয়তাবাদী নেতা ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’র তিনটি সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড সিবিএফসি। এর পাল্টা জবাবও দিলেন ছবিটির গল্প-চিত্রনাট্য রচয়িতা ও শিবসেনা নেতা সঞ্জয় রাউত। জানান, কোনো সংলাপের বদল হবে না।
সিনেমায় বাল ঠাকরের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। স্ত্রী মীনা ঠাকরের ভূমিকায় আছেন অমৃতা রাও। ‘ঠাকরে’ পরিচালনা করেছেন অভিজিৎ পানসে। ২৫ জানুয়ারি হিন্দি ও মারাঠি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ঠাকরে’র আপত্তিকর তিন সংলাপের দুটি বাবরি মসজিদ ও দক্ষিণ ভারত সম্পর্কিত। কিন্তু কোনো সংলাপের বদল হবে না বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।
তিনি বলেন, ‘‘বাল সাহেবের কথা যেমন বিতর্কের সৃষ্টি করেছে, তেমনই তার চিন্তা ভাবনা দেশকে পথ দেখিয়েছে। তিনি যেমন ছিলেন ছবিতে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে।’’
ভায়াকম ১৮ মোশন পিকচার সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে বুধবার। এ প্রসঙ্গে প্রযোজনা সংস্থা জানায়, বাল ঠাকরের সাহস, জ্ঞান ও দুর্জয় চরিত্রের সত্য গল্প সামনে আসছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাল ঠাকরের ছেলে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ও সঞ্জয় রাউত। আরও ছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী ও অমৃতা রাও।
এর আগে উর্দুভাষী গল্পকার সাদাত হাসান মান্টোর বায়োপিক ‘মান্টো’র প্রধান চরিত্রে অভিনয় করেন নওয়াজুদ্দীন। এবার তাকে একদম ভিন্ন সমীকরণে দেখা যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৭

ভারতের উগ্র জাতীয়তাবাদী নেতা ও শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের বায়োপিক ‘ঠাকরে’র তিনটি সংলাপ নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড সিবিএফসি। এর পাল্টা জবাবও দিলেন ছবিটির গল্প-চিত্রনাট্য রচয়িতা ও শিবসেনা নেতা সঞ্জয় রাউত। জানান, কোনো সংলাপের বদল হবে না।
সিনেমায় বাল ঠাকরের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী। স্ত্রী মীনা ঠাকরের ভূমিকায় আছেন অমৃতা রাও। ‘ঠাকরে’ পরিচালনা করেছেন অভিজিৎ পানসে। ২৫ জানুয়ারি হিন্দি ও মারাঠি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘ঠাকরে’র আপত্তিকর তিন সংলাপের দুটি বাবরি মসজিদ ও দক্ষিণ ভারত সম্পর্কিত। কিন্তু কোনো সংলাপের বদল হবে না বলে জানিয়েছেন সঞ্জয় রাউত।
তিনি বলেন, ‘‘বাল সাহেবের কথা যেমন বিতর্কের সৃষ্টি করেছে, তেমনই তার চিন্তা ভাবনা দেশকে পথ দেখিয়েছে। তিনি যেমন ছিলেন ছবিতে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে।’’
ভায়াকম ১৮ মোশন পিকচার সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে বুধবার। এ প্রসঙ্গে প্রযোজনা সংস্থা জানায়, বাল ঠাকরের সাহস, জ্ঞান ও দুর্জয় চরিত্রের সত্য গল্প সামনে আসছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাল ঠাকরের ছেলে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে ও সঞ্জয় রাউত। আরও ছিলেন নওয়াজুদ্দীন সিদ্দিকী ও অমৃতা রাও।
এর আগে উর্দুভাষী গল্পকার সাদাত হাসান মান্টোর বায়োপিক ‘মান্টো’র প্রধান চরিত্রে অভিনয় করেন নওয়াজুদ্দীন। এবার তাকে একদম ভিন্ন সমীকরণে দেখা যাবে।