সিনেমায় আসছেন শ্রীদেবীর ছোট মেয়ে
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৫
দুই মেয়ে জাহ্নবী ও খুশির সঙ্গে শ্রীদেবী। ছবি: এনডিটিভি
বলিউডের নির্মাতা করণ জোহরকে স্বজনপ্রীতির জন্য অভিযুক্ত করেছিলেন কঙ্গনা রনৌত। এ নিয়ে কম বিতর্ক হয়নি। এখন শোনা যাচ্ছে, প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও দেখা যাবে এ পরিচালক-প্রযোজকের সিনেমায়।
চলতি বছর করণ প্রযোজিত ‘ধাড়াক’ সিনেমায় অভিষেক হয় শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের। বিপরীতে ছিলেন শহীদ কাপুরের সৎ ভাই ঈশান খাট্টার। শুক্রবার মুক্তি পেতে যাওয়া সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’র প্রযোজকও করণ।
নতুন প্রসঙ্গটি এলে নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য়। এ অভিনেত্রী জিজ্ঞাসা করেন ২০১৯ সালে করণের হাত ধরে কাদের অভিষেক হবে।
তখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পরিচালক জানান, অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান এবং বনি কাপুর-শ্রীদেবীর মেয়ে খুশিকে সিনেমায় আনতে চান।
অনুষ্ঠানে দুই সেলিব্রিটি কিডসের প্রশংসাও করেন করণ। জানান, মিজানের মধ্যে বড় তারকা হওয়ার গুণ রয়েছে। এ ছাড়া খুশিও চমৎকার।
তবে শোনা যাচ্ছে ‘পদ্মাবত’ পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বড়পর্দায় আসছেন মিজান। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেনও। খুশি কাপুর কোন সিনেমায় থাকছেন জানা যায়নি। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে পর্দায় আনেন করণ জোহর। এর মধ্যে সিদ্ধার্থ বাদে বাকি দুজনের পরিবার বলিউডের সঙ্গে যুক্ত। এ সিনেমার সিক্যুয়ালে অভিনয় করছেন অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। এ ছাড়া করণের একাধিক সিনেমায় বলিউড তারকাদের সন্তানরা অভিনয় করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৫

বলিউডের নির্মাতা করণ জোহরকে স্বজনপ্রীতির জন্য অভিযুক্ত করেছিলেন কঙ্গনা রনৌত। এ নিয়ে কম বিতর্ক হয়নি। এখন শোনা যাচ্ছে, প্রয়াত শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও দেখা যাবে এ পরিচালক-প্রযোজকের সিনেমায়।
চলতি বছর করণ প্রযোজিত ‘ধাড়াক’ সিনেমায় অভিষেক হয় শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের। বিপরীতে ছিলেন শহীদ কাপুরের সৎ ভাই ঈশান খাট্টার। শুক্রবার মুক্তি পেতে যাওয়া সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’র প্রযোজকও করণ।
নতুন প্রসঙ্গটি এলে নেহা ধুপিয়ার চ্যাট শো ‘নো ফিল্টার নেহা’য়। এ অভিনেত্রী জিজ্ঞাসা করেন ২০১৯ সালে করণের হাত ধরে কাদের অভিষেক হবে।
তখন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ পরিচালক জানান, অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান এবং বনি কাপুর-শ্রীদেবীর মেয়ে খুশিকে সিনেমায় আনতে চান।
অনুষ্ঠানে দুই সেলিব্রিটি কিডসের প্রশংসাও করেন করণ। জানান, মিজানের মধ্যে বড় তারকা হওয়ার গুণ রয়েছে। এ ছাড়া খুশিও চমৎকার।
তবে শোনা যাচ্ছে ‘পদ্মাবত’ পরিচালক সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বড়পর্দায় আসছেন মিজান। ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেনও। খুশি কাপুর কোন সিনেমায় থাকছেন জানা যায়নি। তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটকে পর্দায় আনেন করণ জোহর। এর মধ্যে সিদ্ধার্থ বাদে বাকি দুজনের পরিবার বলিউডের সঙ্গে যুক্ত। এ সিনেমার সিক্যুয়ালে অভিনয় করছেন অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। এ ছাড়া করণের একাধিক সিনেমায় বলিউড তারকাদের সন্তানরা অভিনয় করেছেন।