নতুন প্রেমের হাতছানি
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:০৬
প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন রোশান ও অধরা খান
সিনেমার গল্প যাই হোক না কেন নায়িকার কাজ নায়কের সঙ্গে প্রেম করা। বেশির ভাগ সিনেমার অবস্থা এ রকমই। শোবিজের নতুন মুখ অধরা খান এর আগে প্রেম করেছেন সাইমন ও বাপ্পির সঙ্গে। এবার তার নতুন প্রেমিক হিসেবে হাজির হতে যাচ্ছেন আরেক নতুন মুখ রোশান।
তাদের এই প্রেম দেখা যাবে ‘ড্রিম গার্ল’ছবিতে। জানা যায়, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘ড্রিম গার্ল’ ছবির নায়িকা হিসেবে অধরা চুক্তিবদ্ধ হন কয়েকমাস আগেই। তবে নায়ক কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এবার সেই জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে নায়ক হিসেবে চূড়ান্ত করা হয় এ প্রজন্মের আলোচিত চিত্রনায়ক জিয়াউল রোশানকে।
সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন রোশন ও অধরা খান। পরিচালক জানিয়েছেন গল্প নিয়ে কাজ চলছে এখন। নতুন বছরের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবে।
‘ড্রিম গার্ল’ছবিটির কাহিনি লিখছেন রুম্মান রশীদ খান। তিনি এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবিটির কাহিনি, চিত্রনাট্য, ও সংলাপ লিখে আলোচনায় আসেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ২০:০৬

সিনেমার গল্প যাই হোক না কেন নায়িকার কাজ নায়কের সঙ্গে প্রেম করা। বেশির ভাগ সিনেমার অবস্থা এ রকমই। শোবিজের নতুন মুখ অধরা খান এর আগে প্রেম করেছেন সাইমন ও বাপ্পির সঙ্গে। এবার তার নতুন প্রেমিক হিসেবে হাজির হতে যাচ্ছেন আরেক নতুন মুখ রোশান।
তাদের এই প্রেম দেখা যাবে ‘ড্রিম গার্ল’ছবিতে। জানা যায়, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘ড্রিম গার্ল’ ছবির নায়িকা হিসেবে অধরা চুক্তিবদ্ধ হন কয়েকমাস আগেই। তবে নায়ক কে হবেন তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। এবার সেই জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে নায়ক হিসেবে চূড়ান্ত করা হয় এ প্রজন্মের আলোচিত চিত্রনায়ক জিয়াউল রোশানকে।

সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন রোশন ও অধরা খান। পরিচালক জানিয়েছেন গল্প নিয়ে কাজ চলছে এখন। নতুন বছরের শুরুতেই ছবিটির শুটিং শুরু হবে।
‘ড্রিম গার্ল’ছবিটির কাহিনি লিখছেন রুম্মান রশীদ খান। তিনি এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবিটির কাহিনি, চিত্রনাট্য, ও সংলাপ লিখে আলোচনায় আসেন।