সপ্তমবারের মতো আটক লিন্ডসে লোহানের সৎমা
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:০২
স্বামী মাইকেল লোহানের সঙ্গে কেট মেজর লোহান
পাঁচ বছরের মধ্যে সপ্তমবারের মতো পুলিশের হাতে আটক হলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের সৎমা কেট মেজর লোহান। তার বিরুদ্ধে বাস চালকের সঙ্গে অসদাচরণ ও গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দ্য ব্লাস্টের এক প্রতিবেদনে জানা যায়, ওই সময় ৩৬ বছর বয়সী কেট মাতাল ছিলেন। তিনি বেবার টুওয়েস বাসে করে পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে নামতে না পেরে ক্ষেপে যান বাস চালকের ওপর।
এ সাবেক সেলিব্রিটি সাংবাদিক পুলিশকে জানান, গন্তব্য ফেলা আসা প্রসঙ্গে বাস চালককে জানালে তার সঙ্গে অসদাচরণ করা হয়।
আরও জানান, ভ্রমণের আগে কয়েক গ্লাস ওয়াইন পান করেছিলেন। বাস আসতে আধা ঘণ্টা দেরি হওয়ায় তার মেজাজও ঠিক ছিল না।
তবে চালকের বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন, কেট তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পোশাক ধরে টানাটানি করেন ও হুইল কেড়ে নেন। চলন্ত বাসের চালকের আসনে বসে বিভিন্ন বোতাম টিপতে থাকেন। পরে অন্য এক যাত্রী জোর করে সেখান থেকে তাকে সরিয়ে আনেন। বোঝাই যাচ্ছিল কেট ফিরতে পথে গাড়ি নিতে চাচ্ছিলেন।
পুলিশ কেটের বিরুদ্ধে প্রকাশ্যে মাতলামি, এ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ নেওয়া, উচ্ছৃঙ্খল আচরণ ও হয়রানির অভিযোগ এনেছে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে হাজতে কাটাতে হয়েছে কেটকে। আড়াই হাজার ডলার জামানত দিয়ে পরদিন সকালে মুক্ত হন।
এ নিয়ে সর্বশেষ পাঁচ বছরে সপ্তমবারের মতো আটক হলেন কেট মেজর লোহান। চলতি বছরের শুরুর দিকে কাঁচের মোমদানি ছুড়ে স্বামীকে আহত করায় আটক হন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৫:০২

পাঁচ বছরের মধ্যে সপ্তমবারের মতো পুলিশের হাতে আটক হলেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের সৎমা কেট মেজর লোহান। তার বিরুদ্ধে বাস চালকের সঙ্গে অসদাচরণ ও গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
দ্য ব্লাস্টের এক প্রতিবেদনে জানা যায়, ওই সময় ৩৬ বছর বয়সী কেট মাতাল ছিলেন। তিনি বেবার টুওয়েস বাসে করে পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে যাচ্ছিলেন। কিন্তু গন্তব্যে নামতে না পেরে ক্ষেপে যান বাস চালকের ওপর।
এ সাবেক সেলিব্রিটি সাংবাদিক পুলিশকে জানান, গন্তব্য ফেলা আসা প্রসঙ্গে বাস চালককে জানালে তার সঙ্গে অসদাচরণ করা হয়।
আরও জানান, ভ্রমণের আগে কয়েক গ্লাস ওয়াইন পান করেছিলেন। বাস আসতে আধা ঘণ্টা দেরি হওয়ায় তার মেজাজও ঠিক ছিল না।
তবে চালকের বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন, কেট তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। পোশাক ধরে টানাটানি করেন ও হুইল কেড়ে নেন। চলন্ত বাসের চালকের আসনে বসে বিভিন্ন বোতাম টিপতে থাকেন। পরে অন্য এক যাত্রী জোর করে সেখান থেকে তাকে সরিয়ে আনেন। বোঝাই যাচ্ছিল কেট ফিরতে পথে গাড়ি নিতে চাচ্ছিলেন।
পুলিশ কেটের বিরুদ্ধে প্রকাশ্যে মাতলামি, এ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ নেওয়া, উচ্ছৃঙ্খল আচরণ ও হয়রানির অভিযোগ এনেছে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে হাজতে কাটাতে হয়েছে কেটকে। আড়াই হাজার ডলার জামানত দিয়ে পরদিন সকালে মুক্ত হন।
এ নিয়ে সর্বশেষ পাঁচ বছরে সপ্তমবারের মতো আটক হলেন কেট মেজর লোহান। চলতি বছরের শুরুর দিকে কাঁচের মোমদানি ছুড়ে স্বামীকে আহত করায় আটক হন তিনি।