বাবার সঙ্গে প্রথমবার সোনম কাপুর (ট্রেলার)
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩১
‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'র প্রথম ট্রেলারে অনিল কাপুর ও সোনম কাপুর। ছবি: ইউটিউব থেকে
বলিউডে এক দশকের বেশি সময় অভিনয় করলেও এই প্রথম বড়পর্দায় বাবা অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে সোনম কাপুরকে। তার কয়েক ঝলক দেখা গেল বৃহস্পতিবার প্রকাশ হওয়া ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'র প্রথম ট্রেলারে।
সিনেমার নাম ১৯৯৪ সালে মুক্তি পাওয়া অনিল কাপুর অভিনীত ‘১৯৪২: আ লাভ স্টোরি’র গান থেকে নেওয়া। ওই সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া এবার আছেন প্রযোজকের আসনে। সিনেমার অন্যতম আকর্ষণ হলো হিট গানটির নতুন সংস্করণ।
ট্রেলারে বলা হয়, সিনেমায় দেখানো প্রেম সাধারণ কোনো গল্প নয়, এর মধ্যে ঘাত-প্রতিঘাত রয়েছে। সোনমের মতে, যদি জটিলতা না থাকে তবে প্রেম কাহিনিই হয় না।
শুরুতে দেখা যায়, নাট্যকার রাজকুমার রাও তার প্রেমের গল্প বলছে হলভর্তি শ্রোতাকে। ফ্ল্যাশব্যাকে ছোট্ট সোনম ভাবে স্বপ্নের রাজকুমার আসবে তার জীবনে, হাত ধরে নিয়ে যাবে। কিন্তু বড় হওয়ার পর পড়ে বিপদে।
বাবা অনিল কাপুর ও পরিবার তার জন্য সুপাত্র রাজকুমার রাওকে খুঁজে বের করে। অন্যদিকে এক আত্মীয় ভালোবাসে সোনমকে। আবার বোনের জন্য নিজের বন্ধুকে পছন্দ করে সোনমের ভাই।
কিন্তু সবাইকে বাতিল করে দেয় সোনম। কারণ তার অন্য পরিকল্পনা রয়েছে। এ নিয়েই শুরু যত ঝামেলার। পরিবারকে পান না পাশে।
সিনেমাটিতে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শেলী চাওলা ধরের। আরও অভিনয় করেছেন এককালের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মুক্তি পাবে ১ ফেব্রুয়ারি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩১
বলিউডে এক দশকের বেশি সময় অভিনয় করলেও এই প্রথম বড়পর্দায় বাবা অনিল কাপুরের সঙ্গে দেখা যাবে সোনম কাপুরকে। তার কয়েক ঝলক দেখা গেল বৃহস্পতিবার প্রকাশ হওয়া ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা'র প্রথম ট্রেলারে।
সিনেমার নাম ১৯৯৪ সালে মুক্তি পাওয়া অনিল কাপুর অভিনীত ‘১৯৪২: আ লাভ স্টোরি’র গান থেকে নেওয়া। ওই সিনেমার পরিচালক বিধু বিনোদ চোপড়া এবার আছেন প্রযোজকের আসনে। সিনেমার অন্যতম আকর্ষণ হলো হিট গানটির নতুন সংস্করণ।
ট্রেলারে বলা হয়, সিনেমায় দেখানো প্রেম সাধারণ কোনো গল্প নয়, এর মধ্যে ঘাত-প্রতিঘাত রয়েছে। সোনমের মতে, যদি জটিলতা না থাকে তবে প্রেম কাহিনিই হয় না।
শুরুতে দেখা যায়, নাট্যকার রাজকুমার রাও তার প্রেমের গল্প বলছে হলভর্তি শ্রোতাকে। ফ্ল্যাশব্যাকে ছোট্ট সোনম ভাবে স্বপ্নের রাজকুমার আসবে তার জীবনে, হাত ধরে নিয়ে যাবে। কিন্তু বড় হওয়ার পর পড়ে বিপদে।
বাবা অনিল কাপুর ও পরিবার তার জন্য সুপাত্র রাজকুমার রাওকে খুঁজে বের করে। অন্যদিকে এক আত্মীয় ভালোবাসে সোনমকে। আবার বোনের জন্য নিজের বন্ধুকে পছন্দ করে সোনমের ভাই।
কিন্তু সবাইকে বাতিল করে দেয় সোনম। কারণ তার অন্য পরিকল্পনা রয়েছে। এ নিয়েই শুরু যত ঝামেলার। পরিবারকে পান না পাশে।
সিনেমাটিতে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শেলী চাওলা ধরের। আরও অভিনয় করেছেন এককালের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ মুক্তি পাবে ১ ফেব্রুয়ারি।