‘মিটু’ আন্দোলন নিয়ে কী ভাবেন শাহরুখ
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৪
যৌন নিপীড়নের প্রতিবাদে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন শাহরুখ। ছবি: ফেসবুক থেকে
বলিউডে হ্যাসট্যাগ মিটু আন্দোলন নিয়ে শুরু থেকে সরব শাহরুখ খান। যৌন নিপীড়নের প্রতিবাদে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বারবার।
হলিউডে শুরু হওয়া এ আন্দোলনের প্রেক্ষাপটে বলিউডে চলতি বছরে অনেক বিস্ফোরক গল্প প্রকাশ হয়েছে। ওঠে এসেছে অনেক রথী-মহারথীর নাম। হয়েছে মামলাও। ইন্ডাস্ট্রির এই দানবদের রুখে দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন কিং খান।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ যারা নিয়েছেন তাদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। ইন্ডাস্ট্রি থেকে এসব বন্ধে সাহায্য করতে হবে। এর দুঃখজনক দিক হলো আপনার আশপাশে এমন কিছু ঘটলেও জানতে পারেন না।”
এ অভিনেতা বিভিন্ন সময়ে বলেছেন, “অনেক দিক থেকেই নারীরা পুরুষের চেয়ে উচ্চতর।”
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেন ‘জিরো’ অভিনেতা। সেখানে বিপরীত লিঙ্গের সঙ্গে কাজের সম্পর্কের বিষয়টি ওঠে আসে। শাহরুখের মতে সবকিছু মূল রয়েছে ‘শ্রদ্ধাবোধ’। এ কারণেই তাকে নারী বন্ধুরা সহজেই গ্রহণ করে। আর শ্রদ্ধার মাধ্যমে সাম্য তৈরি হয়। এ জন্য স্ত্রী ও বন্ধুরা তাকে দুর্বল ভাবেন। কিন্তু এটাই তার ভালোবাসা।
আরও জানান, একই শিক্ষা দিয়েছেন ২১ বছরের ছেলে আরিয়ান খানকে। বলেছেন, মানুষকে সম্মান করতে। সতর্ক করেছেন, অসম্মান বা অশ্রদ্ধা ঠিক আচরণ নয়। ব্যাখ্যা করেন কেন কারো ঘরে প্রবেশের আগে দরজায় কড়া নাড়তে হয়। এমন আরও আদব নিয়ে কথা বলেন শাহরুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৪

বলিউডে হ্যাসট্যাগ মিটু আন্দোলন নিয়ে শুরু থেকে সরব শাহরুখ খান। যৌন নিপীড়নের প্রতিবাদে সবাইকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন বারবার।
হলিউডে শুরু হওয়া এ আন্দোলনের প্রেক্ষাপটে বলিউডে চলতি বছরে অনেক বিস্ফোরক গল্প প্রকাশ হয়েছে। ওঠে এসেছে অনেক রথী-মহারথীর নাম। হয়েছে মামলাও। ইন্ডাস্ট্রির এই দানবদের রুখে দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন কিং খান।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ যারা নিয়েছেন তাদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। ইন্ডাস্ট্রি থেকে এসব বন্ধে সাহায্য করতে হবে। এর দুঃখজনক দিক হলো আপনার আশপাশে এমন কিছু ঘটলেও জানতে পারেন না।”
এ অভিনেতা বিভিন্ন সময়ে বলেছেন, “অনেক দিক থেকেই নারীরা পুরুষের চেয়ে উচ্চতর।”
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেন ‘জিরো’ অভিনেতা। সেখানে বিপরীত লিঙ্গের সঙ্গে কাজের সম্পর্কের বিষয়টি ওঠে আসে। শাহরুখের মতে সবকিছু মূল রয়েছে ‘শ্রদ্ধাবোধ’। এ কারণেই তাকে নারী বন্ধুরা সহজেই গ্রহণ করে। আর শ্রদ্ধার মাধ্যমে সাম্য তৈরি হয়। এ জন্য স্ত্রী ও বন্ধুরা তাকে দুর্বল ভাবেন। কিন্তু এটাই তার ভালোবাসা।
আরও জানান, একই শিক্ষা দিয়েছেন ২১ বছরের ছেলে আরিয়ান খানকে। বলেছেন, মানুষকে সম্মান করতে। সতর্ক করেছেন, অসম্মান বা অশ্রদ্ধা ঠিক আচরণ নয়। ব্যাখ্যা করেন কেন কারো ঘরে প্রবেশের আগে দরজায় কড়া নাড়তে হয়। এমন আরও আদব নিয়ে কথা বলেন শাহরুখ।