রাজনীতিতে আসার ইঙ্গিত অ্যাঞ্জেলিনা জোলির
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:১৩
ভবিষ্যতে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবারই প্রথম না, এর আগেও রাজনীতিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআরের বিশেষ দূত জোলি। এতে এই অভিনেত্রী জানান, সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম তিনি। এমনকি সামরিক বাহিনীর সঙ্গেও কাজ করতে আগ্রহ আছে তার।
বিবিসির টুডের উপস্থাপক জাস্টিন ওয়েবকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি মার্কিন রাজনীতি ও বৈশ্বিক শরণার্থী সংকট ছাড়াও কথা বলেন যৌন সহিংসতা ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নিয়ে।
রাজনীতিতে আসতে ইচ্ছুক কীনা জাস্টিনের এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০ বছর আগে যদি আপনি এ প্রশ্ন করতেন তাহলে আমি হাসতাম। আমি সব সময় বলে এসেছি, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটাই করব।’
জোলি বলেন, ‘প্রচুর কাজ করার জন্য সরকার কিংবা সেনাবাহিনীর মতো আকর্ষণীয় জায়গা দরকার। তবে এখনকার মতো আমি ব্যাপারে নিশ্চুপ থাকতে চাই।’
যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের ৩০-৪০ জনের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার তালিকায় তিনি রয়েছেন কীনা এমন প্রশ্নের জবাবে হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী কোনো ইঙ্গিত দেননি। তবে ওই প্রশ্নের জবাবে উপস্থাপক জাস্টিনকে ধন্যবাদ জানান তিনি।
২০১৪ সালেও রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন জোলি। সেবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে তিনি বলেন, ‘আপনি যখন মানবসেবায় নিয়োজিত, তখন রাজনীতির বিষয়টিও আপনাকে বিবেচনায় নিতে হবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২০:১৩

ভবিষ্যতে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবারই প্রথম না, এর আগেও রাজনীতিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএইচসিআরের বিশেষ দূত জোলি। এতে এই অভিনেত্রী জানান, সরকারের সঙ্গে কাজ করতে সক্ষম তিনি। এমনকি সামরিক বাহিনীর সঙ্গেও কাজ করতে আগ্রহ আছে তার।
বিবিসির টুডের উপস্থাপক জাস্টিন ওয়েবকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি মার্কিন রাজনীতি ও বৈশ্বিক শরণার্থী সংকট ছাড়াও কথা বলেন যৌন সহিংসতা ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি নিয়ে।
রাজনীতিতে আসতে ইচ্ছুক কীনা জাস্টিনের এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০ বছর আগে যদি আপনি এ প্রশ্ন করতেন তাহলে আমি হাসতাম। আমি সব সময় বলে এসেছি, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটাই করব।’
জোলি বলেন, ‘প্রচুর কাজ করার জন্য সরকার কিংবা সেনাবাহিনীর মতো আকর্ষণীয় জায়গা দরকার। তবে এখনকার মতো আমি ব্যাপারে নিশ্চুপ থাকতে চাই।’
যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের ৩০-৪০ জনের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার তালিকায় তিনি রয়েছেন কীনা এমন প্রশ্নের জবাবে হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী কোনো ইঙ্গিত দেননি। তবে ওই প্রশ্নের জবাবে উপস্থাপক জাস্টিনকে ধন্যবাদ জানান তিনি।
২০১৪ সালেও রাজনীতিতে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন জোলি। সেবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে তিনি বলেন, ‘আপনি যখন মানবসেবায় নিয়োজিত, তখন রাজনীতির বিষয়টিও আপনাকে বিবেচনায় নিতে হবে।’