সানাই মাহবুবের নতুন!
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:২০
সানাই মাহবুব সুপ্রভা সম্প্রতি হাজির হলেন নতুন একটি মিউজিক ভিডিওতে
সানাই মাহবুব সুপ্রভা। শোবিজের নতুন মুখদের ভেতর তিনি বেশ আলোচিত। সম্প্রতি এ চিত্রনায়িকা হাজির হলেন নতুন একটি মিউজিক ভিডিওতে। নিজের নতুন কাজ নিয়ে দেশ রূপান্তরকে সানাই বলেন, ‘ইদানীং সুযোগ পেলেই মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছি। নতুন এই মিউজিক ভিডিওটির গল্প পছন্দ হওয়ায় কাজটা করলাম।’
তিনি আরও বলেন, ‘খুব সুন্দর একটা গল্প। এই গল্পে আমাকে ধনীর মেয়ের চরিত্রে দেখা যাবে। যে কাউকেই ভালোবাসতে পারে না। দু’তিনজনের সঙ্গে প্রেম করে বেড়ায়। অনেকটা বখাটে মেয়ের মতো চরিত্র।’
‘বড় লোকের মাইয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক মাহমুদ। সোহেল মাসুদের কথায় সুর করেছেন শফিক মাহমুদ। সংগীত করেছেন মহিদুল হাসান মন।
স্ম্যাক আজাদের পরিচালনায় মিউজিক ভিডিওতে সানাই মাহবুবের বিপরীতে কাজ করেন অনন খান। ভিডিওগ্রাহক হিসেবে ছিলেন জয় আব্রাহাম। ভিডিওটি প্রকাশ করবে রেইন মিউজিক। ১লা জানুয়ারিতে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানান সানাই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২১:২০

সানাই মাহবুব সুপ্রভা। শোবিজের নতুন মুখদের ভেতর তিনি বেশ আলোচিত। সম্প্রতি এ চিত্রনায়িকা হাজির হলেন নতুন একটি মিউজিক ভিডিওতে। নিজের নতুন কাজ নিয়ে দেশ রূপান্তরকে সানাই বলেন, ‘ইদানীং সুযোগ পেলেই মিউজিক ভিডিওতে অংশ নিচ্ছি। নতুন এই মিউজিক ভিডিওটির গল্প পছন্দ হওয়ায় কাজটা করলাম।’
তিনি আরও বলেন, ‘খুব সুন্দর একটা গল্প। এই গল্পে আমাকে ধনীর মেয়ের চরিত্রে দেখা যাবে। যে কাউকেই ভালোবাসতে পারে না। দু’তিনজনের সঙ্গে প্রেম করে বেড়ায়। অনেকটা বখাটে মেয়ের মতো চরিত্র।’
‘বড় লোকের মাইয়া’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শফিক মাহমুদ। সোহেল মাসুদের কথায় সুর করেছেন শফিক মাহমুদ। সংগীত করেছেন মহিদুল হাসান মন।
স্ম্যাক আজাদের পরিচালনায় মিউজিক ভিডিওতে সানাই মাহবুবের বিপরীতে কাজ করেন অনন খান। ভিডিওগ্রাহক হিসেবে ছিলেন জয় আব্রাহাম। ভিডিওটি প্রকাশ করবে রেইন মিউজিক। ১লা জানুয়ারিতে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানান সানাই।