প্রেম ছাড়ানোর গোপন উপায় জানাবেন জয়া
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২৩:২২
কলকাতায় নতুন একটি শর্টফিল্মের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বরাবরের মতো এ বছরও দুই দেশেই ছিলেন আলোচিত। বেশ কয়েকটি সিনেমার বদৌলতে পুরো বছর জুড়েই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে তার প্রযোজনায় নির্মিত ‘দেবী’কে ঘিরে আওয়াজটা ছিল একটু বেশিই। যার রেশ এখনো রয়ে গেছে।
জয়া আহসান এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। নতুন একটি শর্টফিল্মের কাজে তিনি ব্যস্ত সময় পার করছেন। জানা যায় ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’ নামের একটি শর্টফিল্মে কাজ করছেন তিনি।
সুমন মুখোপাধ্যায় পরিচালিত শর্টফিল্মটিতে আরও অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং বিক্রম চ্যাটার্জি।
ভারতীয় সংবাদমাধ্যমকে জয়া জানান, প্রথমবারের মতো তিনি পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন। তার সঙ্গে কাজ করে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
জানা যায়, আন্তন চেখভের প্রেমের ছোটগল্প থেকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ হইচই- এ মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ২৩:২২

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বরাবরের মতো এ বছরও দুই দেশেই ছিলেন আলোচিত। বেশ কয়েকটি সিনেমার বদৌলতে পুরো বছর জুড়েই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। বিশেষ করে তার প্রযোজনায় নির্মিত ‘দেবী’কে ঘিরে আওয়াজটা ছিল একটু বেশিই। যার রেশ এখনো রয়ে গেছে।
জয়া আহসান এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন। নতুন একটি শর্টফিল্মের কাজে তিনি ব্যস্ত সময় পার করছেন। জানা যায় ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’ নামের একটি শর্টফিল্মে কাজ করছেন তিনি।
সুমন মুখোপাধ্যায় পরিচালিত শর্টফিল্মটিতে আরও অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য এবং বিক্রম চ্যাটার্জি।
ভারতীয় সংবাদমাধ্যমকে জয়া জানান, প্রথমবারের মতো তিনি পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন। তার সঙ্গে কাজ করে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
জানা যায়, আন্তন চেখভের প্রেমের ছোটগল্প থেকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। অনলাইন ভিডিও স্ট্রিমিং অ্যাপ হইচই- এ মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।