চার বছর আগে বাগদান
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৭
নভেম্বরে ইতালিতে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবি: ফেসবুক থেকে
সম্পর্ক নিয়ে কতই না লুকোচুরি করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নানাভাবে চেষ্টা করেও এ বিষয়ে মুখ খোলানো যায়নি। তার পর চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে চার হাত এক হলো।
এবার যেন বোমা ফাটালেন নায়িকা। জানালেন, চার বছর আগেই তাদের বাগদান হয়েছিল।
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানান, তাদের গোপন একটি বিষয়ে বাইরের কেউ জানত না। তা হলো আংটি বদলের খবর।
‘পদ্মাবত’ অভিনেত্রী জানান, তাদের সম্পর্ক ৬ বছরের। প্রেমের সমীকরণে নানা টানাপোড়েন দেখা দেয় বিভিন্ন সময়ে। কিন্তু তিনি বুঝতে পারেন রণবীরই তার কাঙ্ক্ষিত মানুষ।
তিনি বলেন, “আমি কখনো রণবীরকে নিয়ে অনিশ্চিত ছিলাম না। অবশ্য আমাদের ছয় বছরের সম্পর্কের মাঝে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু আমরা কখনো ভেঙে পড়িনি।”
দীপিকা আরও জানান, তাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। যা-ই ঘটুক তারা পরস্পরকে আঁকড়ে ছিলেন।
এরপরই বোমা ফাটান। বলেন, “চার বছর আগে আমাদের বাগদান হয়। কেউ বিষয়টা জানত না। শুধু দুই পরিবার জানত।”
সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে পরিচয় ও প্রেমের শুরু রণবীর-দীপিকার। এর পর একই নির্মাতার পরিচালনায় অভিনয় করেন ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এ। চলতি বছরের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ‘সিম্বা’। দীপিকা এক বছরের বেশি বিরতির পর শিগগিরই একটি বায়োপিকের জন্য শুটিং ফ্লোরে ফিরবেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৭

সম্পর্ক নিয়ে কতই না লুকোচুরি করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নানাভাবে চেষ্টা করেও এ বিষয়ে মুখ খোলানো যায়নি। তার পর চলতি বছরের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে চার হাত এক হলো।
এবার যেন বোমা ফাটালেন নায়িকা। জানালেন, চার বছর আগেই তাদের বাগদান হয়েছিল।
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানান, তাদের গোপন একটি বিষয়ে বাইরের কেউ জানত না। তা হলো আংটি বদলের খবর।
‘পদ্মাবত’ অভিনেত্রী জানান, তাদের সম্পর্ক ৬ বছরের। প্রেমের সমীকরণে নানা টানাপোড়েন দেখা দেয় বিভিন্ন সময়ে। কিন্তু তিনি বুঝতে পারেন রণবীরই তার কাঙ্ক্ষিত মানুষ।
তিনি বলেন, “আমি কখনো রণবীরকে নিয়ে অনিশ্চিত ছিলাম না। অবশ্য আমাদের ছয় বছরের সম্পর্কের মাঝে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু আমরা কখনো ভেঙে পড়িনি।”
দীপিকা আরও জানান, তাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। যা-ই ঘটুক তারা পরস্পরকে আঁকড়ে ছিলেন।
এরপরই বোমা ফাটান। বলেন, “চার বছর আগে আমাদের বাগদান হয়। কেউ বিষয়টা জানত না। শুধু দুই পরিবার জানত।”

সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে পরিচয় ও প্রেমের শুরু রণবীর-দীপিকার। এর পর একই নির্মাতার পরিচালনায় অভিনয় করেন ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এ। চলতি বছরের নভেম্বরে তারা ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর অভিনীত ‘সিম্বা’। দীপিকা এক বছরের বেশি বিরতির পর শিগগিরই একটি বায়োপিকের জন্য শুটিং ফ্লোরে ফিরবেন।