যে কারণে এর আগে ভোট দিতে পারেননি শাওন
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:৪২
এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। ধানমণ্ডীর একটি কেন্দ্রে ভোট দিয়ে এসে ফেসবুকে বুড়ো আঙুলের কালি মাখা ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভোটেড’। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে দেশ রূপান্তরকে শাওন বলেন, 'প্রথমবার ভোট দিয়েছি, এটা অবশ্যই আনন্দের। এবার বেশ উৎসবের আমেজেই ভোট হয়েছে। আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি সেই প্রার্থী জিতে গেলেই আমার ভোট দেওয়া সার্থক হবে।’
এর আগের রাতে একটি ফেসবুক স্ট্যাটাসে শাওন জানিয়েছিলেন তার মার্কা নৌকা। নিজের পছন্দের প্রতীকেই ভোট দিয়েছেন শাওন।
এদিকে আগে কেন ভোট দেওয়া হয়নি জানতে চাইলে শাওন বলেন, 'অনেকেই আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এর আগে ভোট দিইনি। মেসেজে ভরে গেছে মেসেঞ্জার। অনেকে ফোন দিয়েও জানতে চেয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে ১০ বছর আগে যখন ভোটার লিস্ট হয় তখন আমি বিদেশে ছিলাম। ফলে ভোটার লিস্টে আমার নাম তুলতে পারি নাই। এরপর যখন ভোটার হলাম সেবার আমার এলাকায় নির্বাচন হয়নি। সে হিসেবে এবার ভোট দেওয়ার সুযোগ পেলাম।'
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:৪২

এবারই প্রথমবারের মতো ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। ধানমণ্ডীর একটি কেন্দ্রে ভোট দিয়ে এসে ফেসবুকে বুড়ো আঙুলের কালি মাখা ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভোটেড’। প্রথমবার ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে দেশ রূপান্তরকে শাওন বলেন, 'প্রথমবার ভোট দিয়েছি, এটা অবশ্যই আনন্দের। এবার বেশ উৎসবের আমেজেই ভোট হয়েছে। আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি সেই প্রার্থী জিতে গেলেই আমার ভোট দেওয়া সার্থক হবে।’
এর আগের রাতে একটি ফেসবুক স্ট্যাটাসে শাওন জানিয়েছিলেন তার মার্কা নৌকা। নিজের পছন্দের প্রতীকেই ভোট দিয়েছেন শাওন।
এদিকে আগে কেন ভোট দেওয়া হয়নি জানতে চাইলে শাওন বলেন, 'অনেকেই আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এর আগে ভোট দিইনি। মেসেজে ভরে গেছে মেসেঞ্জার। অনেকে ফোন দিয়েও জানতে চেয়েছেন। আসলে ব্যাপারটা হচ্ছে ১০ বছর আগে যখন ভোটার লিস্ট হয় তখন আমি বিদেশে ছিলাম। ফলে ভোটার লিস্টে আমার নাম তুলতে পারি নাই। এরপর যখন ভোটার হলাম সেবার আমার এলাকায় নির্বাচন হয়নি। সে হিসেবে এবার ভোট দেওয়ার সুযোগ পেলাম।'