ক্যাটরিনার ছেড়ে দেওয়া চরিত্রে শ্রদ্ধা
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩
ক্যাইরিনা কাইফ ও শ্রদ্ধা কাপুর
একদম শেষ মুহূর্তে সিনেমাটি ছেড়ে দিলেন ক্যাটরিনা কাইফ, আর প্রস্তাব লুফে নিতে দেরি করলেন না শ্রদ্ধা কাপুর। বলিউড সিনেমা ‘এনি বডি ক্যান ড্যান্স’ তথা ‘এবিসিডি’র নতুন কিস্তি নিয়ে এমন কথা শোনা যাচ্ছে।
অবশ্যই সিরিজের দ্বিতীয় সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। সেই কিস্তিও ব্যবসাসফল ছিল।
মিড ডে’র এক প্রতিবেদনে জানা যায়, রেমো ডি’সুজার পরিচালনায় ‘এবিসিডি থ্রি’তে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনার। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার মাত্র এক মাস আগে না করে দিলেন ‘এক থা টাইগার’-খ্যাত নায়িকা।
ক্যাটের অস্বীকৃতির পর পরই শ্রদ্ধাকে প্রস্তাব দেন প্রযোজক। ‘আশিকি টু’ অভিনেত্রীও ফিরতে সম্মত হন।
এ দিকে ‘এবিসিডি থ্রি’ সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমাটির জন্য জ্যাকুলিন ফার্নান্দেজ এবং কৃতি স্যাননকেও ভাবা হয়েছিল।
সূত্রটি আরও জানায়, একই সিরিজের কিস্তি হলেও ‘এবিসিডি টু’র মতো নতুনটিতে আগের কাহিনীর ধারাবাহিকতা থাকছে না। একদম নতুন গল্প দেখবেন দর্শক।
২২ জানুয়ারি ‘এবিসিডি থ্রি’র দৃশ্যায়ন শুরু হবে অমৃতসরে। লন্ডনে শুটিং ইউনিট যাবে ফেব্রুয়ারিতে। এর পর জুলাইয়ের শেষ পর্বের দৃশ্যায়ন হবে মুম্বাইয়ে। আর মুক্তি পেতে পারে ৮ নভেম্বর।
তবে সিনেমাটিতে শ্রদ্ধার সংযুক্তির খবর অস্বীকার করেছেন প্রযোজক। তিনি জানান, অনেক নায়িকাই এ সিনেমায় যুক্ত হতে চান। এখন তারা বিচার-বিশ্লেষণ করে দেখছেন কাকে মানাবে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩

একদম শেষ মুহূর্তে সিনেমাটি ছেড়ে দিলেন ক্যাটরিনা কাইফ, আর প্রস্তাব লুফে নিতে দেরি করলেন না শ্রদ্ধা কাপুর। বলিউড সিনেমা ‘এনি বডি ক্যান ড্যান্স’ তথা ‘এবিসিডি’র নতুন কিস্তি নিয়ে এমন কথা শোনা যাচ্ছে।
অবশ্যই সিরিজের দ্বিতীয় সিনেমায় টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা। সেই কিস্তিও ব্যবসাসফল ছিল।
মিড ডে’র এক প্রতিবেদনে জানা যায়, রেমো ডি’সুজার পরিচালনায় ‘এবিসিডি থ্রি’তে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয়ের কথা ছিল ক্যাটরিনার। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার মাত্র এক মাস আগে না করে দিলেন ‘এক থা টাইগার’-খ্যাত নায়িকা।
ক্যাটের অস্বীকৃতির পর পরই শ্রদ্ধাকে প্রস্তাব দেন প্রযোজক। ‘আশিকি টু’ অভিনেত্রীও ফিরতে সম্মত হন।
এ দিকে ‘এবিসিডি থ্রি’ সংশ্লিষ্ট সূত্র জানায়, সিনেমাটির জন্য জ্যাকুলিন ফার্নান্দেজ এবং কৃতি স্যাননকেও ভাবা হয়েছিল।
সূত্রটি আরও জানায়, একই সিরিজের কিস্তি হলেও ‘এবিসিডি টু’র মতো নতুনটিতে আগের কাহিনীর ধারাবাহিকতা থাকছে না। একদম নতুন গল্প দেখবেন দর্শক।
২২ জানুয়ারি ‘এবিসিডি থ্রি’র দৃশ্যায়ন শুরু হবে অমৃতসরে। লন্ডনে শুটিং ইউনিট যাবে ফেব্রুয়ারিতে। এর পর জুলাইয়ের শেষ পর্বের দৃশ্যায়ন হবে মুম্বাইয়ে। আর মুক্তি পেতে পারে ৮ নভেম্বর।
তবে সিনেমাটিতে শ্রদ্ধার সংযুক্তির খবর অস্বীকার করেছেন প্রযোজক। তিনি জানান, অনেক নায়িকাই এ সিনেমায় যুক্ত হতে চান। এখন তারা বিচার-বিশ্লেষণ করে দেখছেন কাকে মানাবে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।