‘মিটু’ নিয়ে বিরূপ প্রতিক্রিয়ায় রানি
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৭:১১
রানি বলেন, নারীদের নিজেকে রক্ষা করার মতো সাহস বা ক্ষমতা থাকা উচিত। ছবি: ইয়াশ রাজ ফিল্মস
নানা পাটেকরসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে বলিউডে হ্যাশট্যাগ মিটু আন্দোলন উসকে দেন তনুশ্রী দত্ত। তার পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এবার এ বিষয়ে মুখ খুললেন রানি মুখার্জি। সেই বক্তব্য নিয়ে স্বীকার হলেন বিরূপ প্রতিক্রিয়ার।
কলকাতার এক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক আলোচনায় রানি ছাড়ও উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, টাবু, আনুশকা শর্মা ও তাপসী পান্নু। সেখানে তিনি বলেন, “নিজেকে রক্ষা করার মতো সাহস বা ক্ষমতা থাকা উচিত।’’
‘মর্দানি’ অভিনেত্রীর কথার মাঝেই দীপিকা বলেন, ‘‘কিন্তু এমন অনেক নারী রয়েছেন, যারা সেভাবে তৈরি নন। তারা তো নিজেদের অসহায় ভাববেন, এককোণে পড়ে থাকবেন।’’
দীপিকার জবাবে রানি বলেন, ‘‘সে সব নারীদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে, নিজেদের পাল্টে ফেলার সময় এসেছে।’’
রানি বোঝাতে চেয়েছেন, নিজেদের রক্ষা করা ছোট থেকে মেয়েদের শেখা উচিত। স্কুলেও এই বিষয়ে নজর দেওয়া উচিত। প্রয়োজনে মেয়েদের মার্শাল আর্টও শিখতে হবে।
ওই সময় দীপিকা প্রশ্ন তোলেন, শুধু মেয়েদেরই কেন আত্মরক্ষার তালিম নিতে হবে? বাকি অভিনেত্রীরা অনেকটা এক সুরে কথা বললেও রানির গলায় শোনা যায় ভিন্ন সুর। তার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে যায়।
এত দিন ধরে হ্যাশট্যাগ মিটু আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে। তাতে অনেক বেশি করে মেয়েদের অসহায়তা ওঠে এসেছে। রানি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলতে চেয়েছেন।
কিন্তু সমালোচকরা বলেন, রানি যেমন ভাবছেন বাস্তবটা তার থেকেও কঠিন। যেমন; চার মাসের শিশুকন্যার ধর্ষণের খবরও পাওয়া যায়। সেই শিশু কি মার্শাল আর্ট শিখে ধর্ষকদের মারবে?
কারও মতে, রানির কথা শোনার পর আনুশকা-দীপিকাদের প্রতিক্রিয়া বা মন্তব্য থেকে দুই প্রজন্মের ভিন্ন চিন্তাধারার আঁচ পাওয়া যাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৭:১১

নানা পাটেকরসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে বলিউডে হ্যাশট্যাগ মিটু আন্দোলন উসকে দেন তনুশ্রী দত্ত। তার পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এবার এ বিষয়ে মুখ খুললেন রানি মুখার্জি। সেই বক্তব্য নিয়ে স্বীকার হলেন বিরূপ প্রতিক্রিয়ার।
কলকাতার এক সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি এক আলোচনায় রানি ছাড়ও উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, টাবু, আনুশকা শর্মা ও তাপসী পান্নু। সেখানে তিনি বলেন, “নিজেকে রক্ষা করার মতো সাহস বা ক্ষমতা থাকা উচিত।’’
‘মর্দানি’ অভিনেত্রীর কথার মাঝেই দীপিকা বলেন, ‘‘কিন্তু এমন অনেক নারী রয়েছেন, যারা সেভাবে তৈরি নন। তারা তো নিজেদের অসহায় ভাববেন, এককোণে পড়ে থাকবেন।’’
দীপিকার জবাবে রানি বলেন, ‘‘সে সব নারীদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে, নিজেদের পাল্টে ফেলার সময় এসেছে।’’
রানি বোঝাতে চেয়েছেন, নিজেদের রক্ষা করা ছোট থেকে মেয়েদের শেখা উচিত। স্কুলেও এই বিষয়ে নজর দেওয়া উচিত। প্রয়োজনে মেয়েদের মার্শাল আর্টও শিখতে হবে।
ওই সময় দীপিকা প্রশ্ন তোলেন, শুধু মেয়েদেরই কেন আত্মরক্ষার তালিম নিতে হবে? বাকি অভিনেত্রীরা অনেকটা এক সুরে কথা বললেও রানির গলায় শোনা যায় ভিন্ন সুর। তার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হয়ে যায়।
এত দিন ধরে হ্যাশট্যাগ মিটু আন্দোলনে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকে। তাতে অনেক বেশি করে মেয়েদের অসহায়তা ওঠে এসেছে। রানি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলতে চেয়েছেন।
কিন্তু সমালোচকরা বলেন, রানি যেমন ভাবছেন বাস্তবটা তার থেকেও কঠিন। যেমন; চার মাসের শিশুকন্যার ধর্ষণের খবরও পাওয়া যায়। সেই শিশু কি মার্শাল আর্ট শিখে ধর্ষকদের মারবে?
কারও মতে, রানির কথা শোনার পর আনুশকা-দীপিকাদের প্রতিক্রিয়া বা মন্তব্য থেকে দুই প্রজন্মের ভিন্ন চিন্তাধারার আঁচ পাওয়া যাবে।