যা ছিল মৃণাল সেনের শেষ ইচ্ছা
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩
বাংলা ভাষার বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন তার অসংখ্য ভক্ত, অনুসারী ও দর্শকদের ছেড়ে চলে গেছেন গত রোববার। ভারতের কলকাতায় বয়সজনিত কারণে মৃত্যু ঘটে এ প্রতিভাবান পরিচালকের।
মৃণাল সেনের ব্যক্তিগত সহকারী ভারতীয় গণমাধ্যমকে জানান, হৃদযন্ত্রজনিত সমস্যায় তার মৃত্যু ঘটে। রোববার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃণাল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার ছেলে কুণাল না আসা পর্যন্ত মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখতে বলেছেন তিনি।
তার ব্যক্তিগত সহকারী এ তথ্য জানিয়ে বলেন, কুণাল ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ পরিচালকের দেহ দান করা হবে কি না, সে বিষয়েও তার ছেলে ফিরলে স্পষ্ট হবে বলে পরিবার সূত্র জানায়।
মৃণাল সেনের শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর পর, সরকার বা অন্য কেউ কোনো ফুল বা মালা দিয়ে যেন শ্রদ্ধা না জানায়। সে কারণে প্রয়াত এ পরিচালককে ফুল বা মালা দেওয়া হয়নি বলে পরিবার জানায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩

বাংলা ভাষার বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন তার অসংখ্য ভক্ত, অনুসারী ও দর্শকদের ছেড়ে চলে গেছেন গত রোববার। ভারতের কলকাতায় বয়সজনিত কারণে মৃত্যু ঘটে এ প্রতিভাবান পরিচালকের।
মৃণাল সেনের ব্যক্তিগত সহকারী ভারতীয় গণমাধ্যমকে জানান, হৃদযন্ত্রজনিত সমস্যায় তার মৃত্যু ঘটে। রোববার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃণাল সেনের শেষ ইচ্ছা অনুযায়ী তার ছেলে কুণাল না আসা পর্যন্ত মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখতে বলেছেন তিনি।
তার ব্যক্তিগত সহকারী এ তথ্য জানিয়ে বলেন, কুণাল ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এ পরিচালকের দেহ দান করা হবে কি না, সে বিষয়েও তার ছেলে ফিরলে স্পষ্ট হবে বলে পরিবার সূত্র জানায়।
মৃণাল সেনের শেষ ইচ্ছে ছিল, মৃত্যুর পর, সরকার বা অন্য কেউ কোনো ফুল বা মালা দিয়ে যেন শ্রদ্ধা না জানায়। সে কারণে প্রয়াত এ পরিচালককে ফুল বা মালা দেওয়া হয়নি বলে পরিবার জানায়।
শেয়ার করুন