বিউটি অ্যান্ড দ্য বুলেট!
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২১:২৩
‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজে কাজ করেছেন মিম মানতাসা।
‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামটা ভয়াবহ সুন্দরের ইঙ্গিত দেয়। এই নামটি একটি ওয়েব সিরিজের। এতে কাজও করেছেন দেশের তিন বোল্ড সুন্দরী। মম, মিম, মানতাসা। তিনজনেই উঠে এসেছেন চ্যানেল আই লাক্স সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে।
মিম মানতাসা দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক সুন্দর একটা গল্প। কাজটা করে অনেক ভালো লেগেছে।’
সদ্য লাক্স সুপারস্টার তকমা পাওয়া মানতাসা আরও বলেন, ‘এটা সত্যিই ভালো লাগার ব্যাপার যে আমি যাদের সঙ্গে কাজ করলাম তারাও গুণী অভিনয়শিল্পী।’ তিনি প্রশংসা করলেন পরিচালকেরও।
সাত পর্বের এই ওয়েব ধারাবাহিকটি নির্মাণ করছেন গুণী পরিচালক অনিমেষ আইচ। জানা যায়, লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ২১:২৩

‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজে কাজ করেছেন মিম মানতাসা।
‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামটা ভয়াবহ সুন্দরের ইঙ্গিত দেয়। এই নামটি একটি ওয়েব সিরিজের। এতে কাজও করেছেন দেশের তিন বোল্ড সুন্দরী। মম, মিম, মানতাসা। তিনজনেই উঠে এসেছেন চ্যানেল আই লাক্স সুপারস্টার প্ল্যাটফর্ম থেকে।
মিম মানতাসা দেশ রূপান্তরকে বলেন, ‘অনেক সুন্দর একটা গল্প। কাজটা করে অনেক ভালো লেগেছে।’
সদ্য লাক্স সুপারস্টার তকমা পাওয়া মানতাসা আরও বলেন, ‘এটা সত্যিই ভালো লাগার ব্যাপার যে আমি যাদের সঙ্গে কাজ করলাম তারাও গুণী অভিনয়শিল্পী।’ তিনি প্রশংসা করলেন পরিচালকেরও।
সাত পর্বের এই ওয়েব ধারাবাহিকটি নির্মাণ করছেন গুণী পরিচালক অনিমেষ আইচ। জানা যায়, লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি।
শেয়ার করুন