দিশার জেট স্কি ছবি ভাইরাল
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১০:৪৮
ছবি: দিশা পাটানির ইনস্টাগ্রাম
ইংরেজি বর্ষবরণ যে যার মতো করে করছেন বলিউড তারকারা। তবে হাল আমলের তরুণদের ক্রাশ দিশা পাটানি সবসময় নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতেই পটু। বর্ষবরণে নিয়েছেন নতুন কৌশল। ছুটিতে চলে গেছেন আড়ালে।
তবে অজ্ঞাত স্থান থেকে ইনস্টাগ্রামে দেওয়া দিশার জেট স্কি ছবি সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল বলে জানিয়েছে এনডিটিভি।
জেট স্কি’র ওপরে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘খাও, ঘুমাও, সাঁতার কাটো আর সেটাই বারবার করো। তো, নতুন বছরে আপনারা কী করছেন?’
বাঘী ২ খ্যাত অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ২৩ ঘণ্টায় প্রায় ১৯ লাখের মতো লাইক পড়েছে। অনুরাগীদের কমেন্টে ভরে গেছে তার পোস্ট।
ছুটি কাটিয়ে ফিরেই দিশা ‘ভারত’ ছবির শুটিং শুরু করবেন। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ছবিতে দিশা একজন ট্রাপিজ আর্টিস্টের ভূমিকায় অভিনয় করছেন। সল্লু আছে একজন ডেয়ারডেভিল মোটরসাইকেল চালক হিসেবে।
শোনা গেছে, ভারত-এ ২৬ বছরের এই অভিনেত্রী ভয়ংকর স্টান্টগুলো নিজেই পারফর্ম করেছেন। কয়েক দিন আগে রিহার্সালের সময় চোট পেয়ে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১০:৪৮

ইংরেজি বর্ষবরণ যে যার মতো করে করছেন বলিউড তারকারা। তবে হাল আমলের তরুণদের ক্রাশ দিশা পাটানি সবসময় নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতেই পটু। বর্ষবরণে নিয়েছেন নতুন কৌশল। ছুটিতে চলে গেছেন আড়ালে।
তবে অজ্ঞাত স্থান থেকে ইনস্টাগ্রামে দেওয়া দিশার জেট স্কি ছবি সামাজিক মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল বলে জানিয়েছে এনডিটিভি।
জেট স্কি’র ওপরে বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘খাও, ঘুমাও, সাঁতার কাটো আর সেটাই বারবার করো। তো, নতুন বছরে আপনারা কী করছেন?’
বাঘী ২ খ্যাত অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ২৩ ঘণ্টায় প্রায় ১৯ লাখের মতো লাইক পড়েছে। অনুরাগীদের কমেন্টে ভরে গেছে তার পোস্ট।
ছুটি কাটিয়ে ফিরেই দিশা ‘ভারত’ ছবির শুটিং শুরু করবেন। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ছবিতে দিশা একজন ট্রাপিজ আর্টিস্টের ভূমিকায় অভিনয় করছেন। সল্লু আছে একজন ডেয়ারডেভিল মোটরসাইকেল চালক হিসেবে।
শোনা গেছে, ভারত-এ ২৬ বছরের এই অভিনেত্রী ভয়ংকর স্টান্টগুলো নিজেই পারফর্ম করেছেন। কয়েক দিন আগে রিহার্সালের সময় চোট পেয়ে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন।