বলিউড অভিনেতা কাদের খান আর নেই
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১২:১৬
বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন। কানাডার একটি হাসপাতালে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বর্ষীয়ান এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চার মাস হাসপাতালে ভর্তি ছিলেন কাদের খান।
পিটিআই জানিয়েছিল, ৮১ বছর বয়সী কাদের খান শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে নিয়মিত ভেন্টিলেটর থেকে বাইপ্যাপ ভেন্টিলেটরে স্থানান্তরিত করেছিলেন।
এদিকে নতুন বছরের প্রথম দিন বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সিনেমা জগতে।
কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের সঙ্গে থাকতেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার।
আফগানিস্তানের কাবুলে জন্ম নেন কাদের খান। অসংখ্য সিনেমায় অভিনয় এবং একজন লেখক হিসেবে তার কাজ সুবিদিত। ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন বর্ষীয়ান এই অভিনেতা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১২:১৬

বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন। কানাডার একটি হাসপাতালে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বর্ষীয়ান এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।
অভিনেতা কাদের খানের ছেলে সরফরাজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চার মাস হাসপাতালে ভর্তি ছিলেন কাদের খান।
পিটিআই জানিয়েছিল, ৮১ বছর বয়সী কাদের খান শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে নিয়মিত ভেন্টিলেটর থেকে বাইপ্যাপ ভেন্টিলেটরে স্থানান্তরিত করেছিলেন।
এদিকে নতুন বছরের প্রথম দিন বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সিনেমা জগতে।
কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের সঙ্গে থাকতেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার।
আফগানিস্তানের কাবুলে জন্ম নেন কাদের খান। অসংখ্য সিনেমায় অভিনয় এবং একজন লেখক হিসেবে তার কাজ সুবিদিত। ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক, চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন বর্ষীয়ান এই অভিনেতা।