বলিউডে আলোচনা তুলবে নারীকেন্দ্রিক পাঁচ সিনেমা
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৮:৫৩
নতুন বছরে বলিউডে মুক্তি পাবে নারীকেন্দ্রিক বেশ কিছু সিনেমা
বলিউডে আগের চেয়ে বেশি নারীকেন্দ্রিক সিনেমা তৈরি হচ্ছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে- নারীরা শুধু সিনেমার অলংকার নয়, তাদের চরিত্রের শক্তিশালী দিক রয়েছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া রাজি, পদ্মাবত, হিচকি, ভিরে দি ওয়েডিং, পরিসহ কিছু সিনেমা দর্শকের সমাদর পেয়েছে। নতুন বছরে তেমন কিছু গল্প পাওয়া যাবে। তার থেকে বাছাই পাঁচটির কথা জেনে নিন—
রিচা চাড্ডার ‘সুলেখা’ : বর্তমানে ‘ইনসাইড এজ’ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত আছেন রিচা চাড্ডা। তিনি নানান ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন আগে। রিচার ঝুলিতে যুক্ত হয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার নায়িকা সুলেখা খানের বায়োপিক।
সুলেখা ছিলেন অডাল্ট ফিল্ম তারকা। তিনি অসংখ্য মালায়লাম সিনেমায় অভিনয় করেছেন। বক্স অফিসে নায়কদের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করেছেন।
তাপসী পান্নুর ‘ওম্যানিয়া’ : ভারতের এক বর্ষীয়ান নারী শার্প শুটারের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। যিনি জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার জেতেন ও অনেক নারী তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন।
ওই খেলোয়াড়ের বর্তমান বয়স পঞ্চাশ। বোঝা যাচ্ছে, ভিন্ন ভিন্ন বয়সে দেখা যাবে তাপসী পান্নুকে। সিনেমাটি নির্মাণ করছেন অনুরাগ কাশ্যপ।
কঙ্গনা রনৌতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ : ট্রেলার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে আলোচনায় আছেন কঙ্গনা রনৌত। কৃষের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। মুক্তি পাবে ২৫ জানুয়ারি।
ব্রিটিশবিরোধী রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ওঠে এসেছে এ সিনেমায়। এ ছাড়া নতুন বছরের রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ সিনেমায় দেখা দেবেন কঙ্গনা। এ সিনেমায় নায়িকা চরিত্র সমান্তরাল ধাঁচের।
সাইনা নেহওয়ালের বায়োপিকে শ্রদ্ধা কাপুর : ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। পরিচালনা করছেন অমল গুপ্ত। ইতিমধ্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণের একাধিক সেশনে অংশ নিয়েছেন নায়িকা।
রীমা শেখের ‘গুল মাকাই’ : পাকিস্তানি সমাজকর্মী ও সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের জীবনী অবলম্বনে হচ্ছে বায়োপিক ‘গুল মাকাই’। অভিনয় করছেন রীমা শেখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জানুয়ারি, ২০১৯ ১৮:৫৩

বলিউডে আগের চেয়ে বেশি নারীকেন্দ্রিক সিনেমা তৈরি হচ্ছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে- নারীরা শুধু সিনেমার অলংকার নয়, তাদের চরিত্রের শক্তিশালী দিক রয়েছে।
২০১৮ সালে মুক্তি পাওয়া রাজি, পদ্মাবত, হিচকি, ভিরে দি ওয়েডিং, পরিসহ কিছু সিনেমা দর্শকের সমাদর পেয়েছে। নতুন বছরে তেমন কিছু গল্প পাওয়া যাবে। তার থেকে বাছাই পাঁচটির কথা জেনে নিন—
রিচা চাড্ডার ‘সুলেখা’ : বর্তমানে ‘ইনসাইড এজ’ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত আছেন রিচা চাড্ডা। তিনি নানান ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন আগে। রিচার ঝুলিতে যুক্ত হয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমার নায়িকা সুলেখা খানের বায়োপিক।
সুলেখা ছিলেন অডাল্ট ফিল্ম তারকা। তিনি অসংখ্য মালায়লাম সিনেমায় অভিনয় করেছেন। বক্স অফিসে নায়কদের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করেছেন।
তাপসী পান্নুর ‘ওম্যানিয়া’ : ভারতের এক বর্ষীয়ান নারী শার্প শুটারের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। যিনি জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার জেতেন ও অনেক নারী তাকে অনুপ্রেরণা হিসেবে দেখেন।
ওই খেলোয়াড়ের বর্তমান বয়স পঞ্চাশ। বোঝা যাচ্ছে, ভিন্ন ভিন্ন বয়সে দেখা যাবে তাপসী পান্নুকে। সিনেমাটি নির্মাণ করছেন অনুরাগ কাশ্যপ।
কঙ্গনা রনৌতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ : ট্রেলার প্রকাশের পর থেকে সিনেমাটি নিয়ে আলোচনায় আছেন কঙ্গনা রনৌত। কৃষের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি। মুক্তি পাবে ২৫ জানুয়ারি।
ব্রিটিশবিরোধী রানি লক্ষ্মীবাঈয়ের জীবনী ওঠে এসেছে এ সিনেমায়। এ ছাড়া নতুন বছরের রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মেন্টাল হ্যায় ক্যায়া’ সিনেমায় দেখা দেবেন কঙ্গনা। এ সিনেমায় নায়িকা চরিত্র সমান্তরাল ধাঁচের।
সাইনা নেহওয়ালের বায়োপিকে শ্রদ্ধা কাপুর : ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। পরিচালনা করছেন অমল গুপ্ত। ইতিমধ্যে ব্যাডমিন্টন প্রশিক্ষণের একাধিক সেশনে অংশ নিয়েছেন নায়িকা।
রীমা শেখের ‘গুল মাকাই’ : পাকিস্তানি সমাজকর্মী ও সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের জীবনী অবলম্বনে হচ্ছে বায়োপিক ‘গুল মাকাই’। অভিনয় করছেন রীমা শেখ।