কোন ছবি করতে না পারার জন্যে আফসোস করেন শাহিদ?
অনলাইন ডেস্ক | ১২ জুন, ২০১৯ ২১:০৩
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুরের পরবর্তী ছবি কবীর সিং। তার আগে নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসেছিলেন শাহিদ। মন খুলে কথা বললেন নেহার সঙ্গে।
আড্ডার মাঝে একদিকে যেমন উঠে আসে তার প্রাক্তন দুই প্রেমিকা কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গ, তেমনই তাকে জিজ্ঞাসা করা হয় জীবনে কোন ছবিটি করতে না পারার আফসোস এখনও তাকে তাড়া করে বেড়ায়।
অকপট শাহিদ জানান, তার কাছে রং দে বসন্তী-তে অভিনয় করার অফার এসেছিল। সিদ্ধার্থের করা চরিত্রে প্রথমে তারই নাকি করার কথা ছিল। চিত্রনাট্য পড়তে পড়তেই চোখে জলে ভেসেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত ছবিটি হাতছাড়া করতে হয় তাকে।
একই সঙ্গে এও জিজ্ঞাসা করা হয়, কোন ছবিতে অভিনয় করে আজও হাত কামড়াচ্ছেন তিনি! এবারও বিশেষ সময় না নিয়েই তিনি জানান, ‘শানদার’ করা তার জীবনের অন্যতম ভুল। এই ছবিটি দেখে তিনি নিজেই নাকি কনফিউজড হয়ে পড়েছিলেন।
প্রসঙ্গত, শানদারে তার বিপরীতে ছিলেন আলিয়া ভাট।
সূত্র: বলিউড হাঙ্গামা
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ জুন, ২০১৯ ২১:০৩

আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে শাহিদ কাপুরের পরবর্তী ছবি কবীর সিং। তার আগে নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসেছিলেন শাহিদ। মন খুলে কথা বললেন নেহার সঙ্গে।
আড্ডার মাঝে একদিকে যেমন উঠে আসে তার প্রাক্তন দুই প্রেমিকা কারিনা কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গ, তেমনই তাকে জিজ্ঞাসা করা হয় জীবনে কোন ছবিটি করতে না পারার আফসোস এখনও তাকে তাড়া করে বেড়ায়।
অকপট শাহিদ জানান, তার কাছে রং দে বসন্তী-তে অভিনয় করার অফার এসেছিল। সিদ্ধার্থের করা চরিত্রে প্রথমে তারই নাকি করার কথা ছিল। চিত্রনাট্য পড়তে পড়তেই চোখে জলে ভেসেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ পর্যন্ত ছবিটি হাতছাড়া করতে হয় তাকে।
একই সঙ্গে এও জিজ্ঞাসা করা হয়, কোন ছবিতে অভিনয় করে আজও হাত কামড়াচ্ছেন তিনি! এবারও বিশেষ সময় না নিয়েই তিনি জানান, ‘শানদার’ করা তার জীবনের অন্যতম ভুল। এই ছবিটি দেখে তিনি নিজেই নাকি কনফিউজড হয়ে পড়েছিলেন।
প্রসঙ্গত, শানদারে তার বিপরীতে ছিলেন আলিয়া ভাট।
সূত্র: বলিউড হাঙ্গামা