আদালতের নির্দেশে স্থগিত অভিনয় শিল্পী সংঘের নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | ২০ জুন, ২০১৯ ১৮:০৭
২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র দ্বিবার্ষিক নির্বাচন। কিন্তু ২০ জুন বৃহস্পতিবার জানা গেল নির্বাচনটি হচ্ছে না। আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, ১৯ জুন, বুধবার শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ওই দিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন।
বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ১৯ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনার বৃন্দাবন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় দেশ রূপান্তরকে তিনি বলেন, আমি নির্বাচনের কাজ নিয়েই এখন ব্যস্ত আছি। আদালতের কোনো নির্দেশনা পাইনি। আমি এখন পর্যন্ত জানি, শুক্রবার যথা সময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে অভিযোগ কারীরা জানান, নির্বাচন পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে গঠনতন্ত্র বহির্ভূত বেশ কিছু কাজ করেছে সদ্য বিদায়ী কমিটি। এ কারণে বর্তমান নির্বাচন কমিশনকে তারা বৈধ মনে করছেন না। গঠনতন্ত্র না মেনেই তারা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করছেন বলেও অভিযোগ তোলেন তারা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ জুন, ২০১৯ ১৮:০৭

২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেলিভিশন মাধ্যমের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র দ্বিবার্ষিক নির্বাচন। কিন্তু ২০ জুন বৃহস্পতিবার জানা গেল নির্বাচনটি হচ্ছে না। আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, ১৯ জুন, বুধবার শেখ মো. এহসানুর রহমান, আব্দুল্লাহ রানা ও নূর মুহাম্মদ রাজ্য বাদী হয়ে বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দ্বিতীয় সহকারী আদালতে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে ওই দিনই নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। সিনিয়র সহকারী জজ মোহাম্মাদ শাফি এই আদেশ দিয়েছেন।
বাদী পক্ষের উকিল অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানিয়েছেন, তিন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ, বৃন্দাবন দাশ ও মাসুম আজিজস ও শিল্পী সংঘের সর্বশেষ সভাপতি শহীদুল আলম সাচ্চুসহ মোট ৮ জন বিবাদীকে ১৯ জুন হতে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে নির্বাচন কমিশনার বৃন্দাবন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় দেশ রূপান্তরকে তিনি বলেন, আমি নির্বাচনের কাজ নিয়েই এখন ব্যস্ত আছি। আদালতের কোনো নির্দেশনা পাইনি। আমি এখন পর্যন্ত জানি, শুক্রবার যথা সময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে অভিযোগ কারীরা জানান, নির্বাচন পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে গঠনতন্ত্র বহির্ভূত বেশ কিছু কাজ করেছে সদ্য বিদায়ী কমিটি। এ কারণে বর্তমান নির্বাচন কমিশনকে তারা বৈধ মনে করছেন না। গঠনতন্ত্র না মেনেই তারা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করছেন বলেও অভিযোগ তোলেন তারা।